লোকসভা ভোটে তৃণমূলের টার্গেট বেঁধে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

আসন্ন লোকসভা ভোটে বঙ্গ-বিজেপির জন্য রাজ্যে ৩৫ আসনের টার্গেট বেঁধে দিয়েছিলেন খোদ অমিত শাহ। এ বার তার পালটা এল তৃণমূলের তরফে। রাজ্যের শাসকদল ২০২৪ লোকসভায় ৩৫ ছাপিয়ে ৪০ আসন টার্গেট করে লড়াইয়ে নামছে। শনিবার রাতে ভগবানগোলায় বুথ অধিবেশনে এমনটাই ঘোষণা করেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়

শনিবার ভগবানগোলায় তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে ৪০ আসনের লক্ষ্যমাত্রা স্থির করে দিয়ে অভিষেক বলেন, “তৃণমূলের যদি ৩৫-৩৬ জন সাংসদ থাকতেন, এদের টাকা আটকে রাখার ক্ষমতা হতো না”। একই সঙ্গে তিনি বলেন, “আগামীদিন ৪০টি আসনের লক্ষ্যমাত্রা নিয়ে ঝাঁপাতে হবে”।

তাঁর মতে, “ভোট ভাগাভাগির কারণে মানুষ বঞ্চিত হচ্ছে। একটি আসন কম পেলে তৃণমূলের কিছু যায় আসে না। কিন্তু একটি আসন তৃণমূল জিতলে আপনার অধিকারের টাকা পাবেন”।

Related posts

আন্তর্জাতিক মিউজিয়াম দিবসে কলকাতা জাদুঘর জমজমাট সাধারণ মানুষের ভিড়

‘বেরিয়ে যেতে পারেন’, অধীরকে কড়া কথা শুনিয়ে দিলেন খাড়্গে

কলকাতা থেকে শিলিগুড়ি যাওয়ার পথে মর্মান্তিক বাস দুর্ঘটনা, মৃত ২