প্রথম পাতা খবর ‘ইভিএমের মাধ্যমে বহিরাগতদের বিদায় করুন’, দাঁতনের সভায় অভিষেক 

‘ইভিএমের মাধ্যমে বহিরাগতদের বিদায় করুন’, দাঁতনের সভায় অভিষেক 

149 views
A+A-
Reset

ডেস্ক: দিল্লির কাছে বাংলাকে বিক্রির চেষ্টা হচ্ছে, সোনার দেশ গড়তে পারে না, বাংলা কীভাবে গড়বে? দাঁতনের সভায় কেন্দ্রকে তোপ দাগেন অভিষেক। ১০ দিনের মধ্যে গদ্দারদের মুখ দিয়ে জয় সিয়ারাম বলিয়ে ছাড়িয়েছি।’দিল্লির নেতাদের কাছে গদ্দাররা নিজেদের বিক্রি করে দিয়েছে। ইভিএমের মাধ্যমে বহিরাগতদের বিদায় করুন। সভায় আওয়াজ তুলল অভিষেক।


ওয়েব আড্ডা ডেস্ক: একুশের লড়াই জমে উঠেছে। পশ্চিম মেদিনীপুরের দাঁতনে জনসভায় বক্তব্য রাখছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই বিধানসভার মোহনপুরের নীলদা এলাকায় সভা করছেন তৃণমূল সাংসদ। বলেন, ‘মানুষ যাঁর সঙ্গে থাকে, সেই শেষ কথা বলে। বাংলা নিজের মেয়েকেই চায়।’ বলেন, ‘ভাঙা পায়েই লড়াই করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনও উঠেপড়ে লেগেছে। কী করে প্রার্থীদের মনোনয়ন বাতিল করা যায়। সেই চেষ্টা চলছে।’

আরও পড়ুনঃ পোড়খাওয়া রাজনীতিবিদদের উপরই ভরসা, ৩৪ আসনের প্রার্থী ঘোষণা কংগ্রেসের


‘মহিলাদের সম্মান দিতে জানে না বিজেপি।একজন মহিলার ওপর আঘাত হানতে গিয়ে একটি দল ধ্বংস হয়ে যাবে। বাংলাকে গুজরাত বানানোর চেষ্টা। জোর করে যেমন মধ্যপ্রদেশ, বিহার দখল করেছে সেরকম চেষ্টা বাংলাতেও।’‘ বিজেপি নেতারা রাজ্যে আসছে, ভিড় হচ্ছে না। ২ মে তৃণমূল ২৫০-র বেশি আসন পাবে।’ এদিন বহিরাগত ইস্যুতে সুর চড়ান অভিষেক। ‘বহিরাগতদের নায়ক বসে আছে মেদিনীপুরে। আমদাবাদে মোদি নিজের নামে স্টেডিয়াম করছে।’
বিস্তারিত আসছে…

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.