ভবানীপুর উপনির্বাচনের ফল ঘোষণার পর হিংসার আশঙ্কা , প্রধান বিচারপতি, রাজ্যপালকে চিঠি দিলেন বিজেপি প্রার্থী!

ডেস্ক: এর আগে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে দীর্ঘদিন ধরে রাজনৈতিক হিংসার অভিযোগ উঠতে থাকে। বিভিন্ন সময়ে ভোট পরবর্তী হিংসা নিয়ে শাসকদল তৃণমূলকে বিঁধেছে বিজেপি। এবার ভবানীপুর উপনির্বাচনের ফল ঘোষণার পর হিংসার আশঙ্কা করছে বিজেপি। ‘ভোট পরবর্তী হিংসা’র আশঙ্কায় রাজ্যপাল জগদীপ ধনকড়, কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল এবং কলকাতার পুলিস কমিশনারকে চিঠি লিখেছেন প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। 


প্রিয়াঙ্কা টিবরেওয়াল বলেন, ‘তৃণমূল জিতলেও হিংসা করে, হারলেও করে৷ অতীতে আমরা সেটাই দেখেছি৷ ভবানীপুরেও এরকম হবে বলেই আমার আশঙ্কা৷ সেই কারণেই চিঠি দিয়েছি৷’ যদিও বিজেপি প্রার্থীর এই আশঙ্কাকে অমূলক এবং অপপ্রচার বলে অভিযোগ করেছে তৃণমূল৷ 

আরও পড়ুন: ব্যালট খুলতেই ৩ কেন্দ্রে এগিয়ে তৃণমূল


এই ঘটনায় প্রিয়াঙ্কাকে পাল্টা তোপ দেগেছেন মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি বলেন, ‘গোটা দেশে বিজেপি এরকমই অপপ্রচার চালাচ্ছে বাংলা এবং তৃণমূলকে বদনাম করার জন্য৷ ভবানীপুরে কোনও অশান্তি হয় না। হবেও না। এটা সংস্কৃতি প্রিয় মানুষদের জায়গা। উনি বাইরের লোক। জানেন না।”

Related posts

বিশ্ব বাংলা শারদ সম্মান ২০২৫ ঘোষণা, কারা পেল কোন পুরস্কার?

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে