মমতা এগিয়ে ৩৩ হাজারের বেশি ভোটে

ডেস্ক:  ভবানীপুর উপনির্বাচনে আরও ব্যবধান বাড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একাদশ রাউন্ডের গণনা শেষ। মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে গেলেন ৩৩ হাজার ৯৮২ ভোটে।তৃণমূলের ঝুলিতে ৪৫ হাজার ৮৭৪ ভোট। বিজেপির ভাঁড়ারে ১১ হাজার ৮৯২। দশম রাউন্ডের গণনা শেষ হল। ১০ম রাউন্ড শেষে ৩১ হাজারেরও বেশি ভোটে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় ৪১ হাজার ভোট পেয়েছেন। ১০ হাজারের গণ্ডি পার করেছেন বিজেপির প্রিয়াঙ্কা টিবরেওয়াল। নবম রাউন্ডে মমতা ছাপিয়ে গেলেন শোভনদেব চট্টোপাধ্যায়ের রেকর্ড, ভবানীপুরে এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মুহূর্তের লিড  ২৮ হাজার ৮২৫ ভোটের।

  ষষ্ঠ রাউন্ডে ২৩,৫০০ ভোটে এগিয়ে মমতা। আর সপ্তম রাউন্ডের গণনা শেষে মমতা এগিয়ে ২৫,৩১৪ ভোটে এগিয়ে গিয়েছেন। চতুর্থ রাউন্ডের গণনায় ১৬ হাজার ৩৯৭টি ভোট পেলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়াল চতুর্থ রাউন্ডে পেলেন ৩ হাজার ৯৬২টি ভোট। সিপিএম প্রার্থী শ্রীজীব বিশ্বাস চতুর্থ রাউন্ডের গণনায় পেলেন ৩১৫টি ভোট।

আরও পড়ুন: ভবানীপুর উপনির্বাচনের ফল ঘোষণার পর হিংসার আশঙ্কা , প্রধান বিচারপতি, রাজ্যপালকে চিঠি দিলেন বিজেপি প্রার্থী!


তৃতীয় রাউন্ডের শেষে মমতা পেয়েছেন ৯,৯৭৪টি ভোট। অন্যদিকে বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা পেয়েছেন ৩,৮২৮ ভোট। আর সিপিএম প্রার্থী শ্রীজীব বিশ্বাস পেয়েছেন ২৫০টি ভোট। প্রথম ও দ্বিতীয় রাউন্ডে যথাক্রমে মমতা পান ৩,৬৮০ এবং ৫,৩৩৩ টি ভোট। প্রথম রাউন্ডে মমতা বন্দ্যোপাধ্যায়ের পেয়েছেন ৩,৬৮০টি ভোট। বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিবরেওয়াল পেয়েছেন ৮৮১ টি ভোট। সিপিএম প্রার্থী সঞ্জীব বিশ্বাস পেয়েছেন মাত্র ৮৫টি ভোট। এমনটাই জানা যাচ্ছে নির্বাচন কমিশন সূত্রে। গণনার শুরু থেকেই ভবানীপুরে এগিয়ে মমতা। শাখাওয়াত মেমোরিয়াল স্কুলে পোস্টাল ব্যালট গণনার পর শুরু হয়েছে ইভিএম গণনা। মোট ২১ রাউন্ড গণনা হবে। 


প্রথম দুই রাউন্ডের গণনা শেষ হতে হতে কালীঘাটের রাস্তায় ভিড় জমাতে শুরু করেন তৃণমূল কর্মীরা। উপনির্বাচনের প্রাথমিক ফল প্রকাশ শুরু হতেই স্পষ্ট হয়ে যায় চিত্রটা। ভোট গণনা যত এগিয়েছে, ততই ভোটের ব্যবধান বাড়িয়েছেন মমতা। আর তত বেড়েছে তৃণমূল কর্মীদের উল্লাস। 

Related posts

বিকেল ৫টা পর্যন্ত বাংলার সাত লোকসভা কেন্দ্রে ভোট পড়ল ৭৩ শতাংশ

হুগলির ধনিয়াখালিতে বিক্ষোভের মুখে লকেট, অশান্ত পরিস্থিতি

ভোট চলাকালীন ঝেঁপে বৃষ্টি, ছাতা মাথায় ভিড় ভোটারদের