কলকাতা: করোনা জের মাধ্যমিকের পর এবার পিছিয়ে যেতে পারে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এমনটাই ইঙ্গিত দিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। এবার ১৫ জুন থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা। কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গে যেভাবে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ছে, তাতে নির্ধারিত সূচি অনুযায়ী উচ্চ মাধ্যমিক পরীক্ষা আয়োজন করা কার্যত অসম্ভব বলে মত শিক্ষক মহলের একাংশের।
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি মহুয়া দাস জানান, মাধ্যমিক পিছোলে উচ্চ মাধ্যমিকও পিছোবে। তাঁর কথায়, পরীক্ষার্থীদের জীবনের থেকে মূল্যবান কিছু নয়। অপেক্ষা করছি সরকারি সিদ্ধান্তের জন্য। তবে যখনই পরীক্ষা হোক, হবে নিজের স্কুলেই। জানিয়ে দিলেন সংসদ সভাপতি মহুয়া দাস।
প্রসঙ্গত, এবছর মাধ্যমিক পরীক্ষা হওয়ার কথা আগামী ১ জুন থেকে। উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা আগামী ১৫ জুন। অর্থাৎ মাধ্যমিকের জন্য আর মাত্র ২০ দিন আর উচ্চমাধ্যমিকের জন্য আর মাত্র মাস খানেক সময় আছে। এই পরিস্থিতিতে যথাসময়ে পরীক্ষা নেওয়া আর সম্ভব নয় বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। সেক্ষেত্রে পরীক্ষা বাতিল, না স্থগিত করা হবে? সেটা জানার অপেক্ষায় পড়ুয়ারা।
আরও পড়ুন: ২ থেকে ১৮ বছর বয়সীদের ওপর কোভ্যাক্সিনের টিকা ট্রায়াল করার অনুমতি পেয়েছে ভারত বায়োটেক
তবে পরীক্ষা বাতিল না পরে হবে তা নিয়ে আলোচনা চলছে। ইতিমধ্যেই রাজ্যের স্কুল শিক্ষা সচিবের সঙ্গে মধ্যশিক্ষা পর্ষদের বৈঠকের পর মাধ্যমিক পরীক্ষা নিয়ে বিস্তারিত রিপোর্ট মুখ্যমন্ত্রীকে পাঠানো হয়েছে৷