প্রায় দেড় কেজি সোনা পাচারের চেষ্টা! গ্রেফতার এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমানকর্মী

কোচিন আন্তর্জাতিক বিমানবন্দরের মাধ্যমে ১.৪ কেজির বেশি সোনা পাচারের অভিযোগ। সূত্রের খবর এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের এক বিমানকর্মীকে।

জানা গিয়েছে, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের একটি বাহরিন-কোঝিকোড়-কোচি বিমানে সোনা পাচার করা হচ্ছিল। এই সন্দেহে এক বিমানকর্মীর তল্লাশি নেয় কাস্টমস আধিকারিকরা। ওই বিমানকর্মীর জামার হাতার ভিতর থেকে লুকনো সোনা উদ্ধার করেন তাঁরা।

এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষ জানিয়েছেন, বুধবার ওই বিমানকর্মী গ্রেফতার হওয়ার পর তাঁকে দ্রুত সাসপেন্ড করা হয়েছে। কোনো রকমের বেআইনি কাজ বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছে বিমান সংস্থা। তদন্তকারী কর্তৃপক্ষের কাছ থেকে রিপোর্ট পাওয়ার পর ধৃতের বিরুদ্ধে কঠোর ব্যবস্থাও নেওয়া হবে।

*এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসে বিমানের প্রতীকী ছবি

Related posts

আজ ঝাড়গ্রাম ও ঘাটালে নির্বাচনী জনসভা, খড়্গপুরে রোড-শো মমতার

রাজ্যপাল সিভি আনন্দ বোসের পদত্যাগের দাবি, রাজভবন ঘেরাও তৃণমূল শিক্ষা সেলের

ফের তাপপ্রবাহের পরিস্থিতি, শুক্রবার কোন কোন জেলায় হাঁসফাঁস অবস্থা