মাঝ আকাশে বিড়িতে টান! গ্রেফতার ৫৬ বছর বয়সি এক বিমানযাত্রী

বিমানে একের পর এক বিতর্কিত ঘটনা যেন পিছু ছাড়ছে না। এ বার বেঙ্গালুরু বিমানবন্দরে গ্রেফতার হলেন এক বিমানযাত্রী। অভিযোগ, মাঝ আকাশে বিড়ি জ্বালিয়েছিলেন ওই ৫৬ বছর বয়সি বিমানযাত্রী।

মঙ্গলবার বিকেলে কেম্পেগৌড়া আন্তর্জাতিক বিমানবন্দর (কেআইএ)। অভিযোগ,আকসা এয়ারের একটি উড়ানে অমদাবাদ থেকে বেঙ্গালুরু যাওয়ার সময় ধূমপান করেছিলেন এম প্রবীণ কুমার নামে এক ব্যক্তি। সহযাত্রীদের জীবন বিপন্ন করার কারণে তাঁকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, রাজস্থানের পালি জেলার মাড়ওয়ার মোড়ের বাসিন্দা প্রবীণ। তাঁকে বেঙ্গালুরু কেন্দ্রীয় সংশোধনাগারে পাঠানো হয়েছে। তিনি নির্মাণ শিল্পে কাজ করেন। পুলিশকে তিনি জানিয়েছেন, এই প্রথম বার বিমান সফর করছিলেন তিনি।

চলতি বছরের শুরুতে, কেআইএ পুলিশ একটি বিমানে থাকাকালীন সিগারেট জ্বালানোর জন্য দুই যাত্রীর বিরুদ্ধে মামলা করেছিল। এ বার বিড়ি!

Related posts

ভোটের পর ইন্ডিয়া জোটের সরকার গঠন, বাইরে থেকে সবরকম সাহায্য, বার্তা মমতার

শ্লীলতাহানির পর প্রকাশ্যে পুরনো এক ধর্ষণের অভিযোগ, রাজ্যপালের বিরুদ্ধে আন্দোলনে নামছে তৃণমূল

বাড়ছে তাপমাত্রা, বৃষ্টির সম্ভাবনা উপকূল ও সংলগ্ন কয়েকটি জেলায়