কলকাতা: কেন্দ্র-রাজ্য সংঘাতের মধ্যেই আজই মুখ্যসচিবের পদ থেকে অবসর নিলেন আলাপন বন্দ্যোপাধ্যায়। আগামিকাল থেকে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা হচ্ছেন আলাপন বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, নতুন মুখ্যসচিব হচ্ছেন হরিকৃষ্ণ দ্বিবেদী। স্বরাষ্ট্রসচিব হচ্ছেন বিপি গোপালিকা।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আলাপনবাবুকে তিন মাসের জন্য মুখ্যসচিব পদে কাজ চালিয়ে যাওয়ার যে অনুমতি কেন্দ্র দিয়েছিল, তা তিনি গ্রহণ করছেন না৷ এটা আলাপনবাবুর ব্যক্তিগত সিদ্ধান্ত বলেই জানিয়েছেন মমতা৷ মুখ্যসচিব পদ থেকে অবসর নিয়ে আগামী তিন বছর মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা হিসেবে কাজ করবেন আলাপন বন্দ্যোপাধ্যায়৷
আজ নবান্নে মমতা বললেন, ‘করোনাকালে ওঁকে আমাদের চাই। রাজ্যের গরিব, দুর্বল, তফসিলি জাতি, তফসিলি জনজাতি, সংখ্যালঘু মানুষের জন্য কাজ করছেন আলাপন। ও বলল ও আজই অবসর নিতে চায়। আমি চাইলেই ওকে আটকাতে পারতাম। আলাপন অনুমতি চেয়েছিল। আমি ওকে অনুমতি দিয়েছি।’ এদিন মমতা আরও বলেন, ‘করোনা মোকাবিলায় মুখ্যসচিবকে রাজ্যেই রাখতে চেয়েছিলাম, এমন নির্মম প্রধানমন্ত্রী আগে দেখেনি।’