কলকাতা: নির্ধারিত সময় দিল্লিতে কাজে যোগ না দেওয়ায় রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে শো-কজ করল কেন্দ্রীয় সরকার। আজই কর্মিবর্গ ও প্রশিক্ষণ দফতরে কাজে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে। তবে তিনি দিল্লি যাননি। বরং মুখ্যমন্ত্রীর ডাকা বৈঠকে ছিলেন। সূত্রের খবর, কেন্দ্রীয় নির্দেশ অমান্য করার জন্য আলাপনকে শোকজ করল কেন্দ্রীয় সরকার। তাঁকে না যাওয়ার কারণ দর্শাতে বলা হয়েছে।
এরপরই ক্ষোভে ফেটে পড়েন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মুখ্যমন্ত্রী বললেন, ‘‘আলাপনকে শো-কজ করা হয়েছে কি না সেই তথ্য আমাদের কাছে নেই। কোনও চিঠি আসেনি। তবে যিনি ইতিমধ্যেই অবসর নিয়েছেন তাঁর ক্ষেত্রে এগুলো আর কার্যকর হয় না।’’
আরও পড়ুন: আগামিকাল থেকে মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টা হচ্ছেন আলাপন বন্দ্যোপাধ্যায়
সাংবাদিক বৈঠক করে মমতা বলেন, “গত ৭৪ বছরে ভারতে এই ধরনের কোনও ঘটনা ঘটেনি।” এই চিঠি বাংলা কোভিড এবং ঘূর্ণিঝড় ক্ষতে নুন ছেটানোর মতো বলেও উল্লেখ করেন মমতা।