আদালতের পবিত্রতা নষ্ট করার অভিযোগ, বিজেপি আইনজীবীদের ভর্ৎসনা প্রধান বিচারপতির

কলকাতা: আদালতকক্ষের ভিতরে রাজনৈতিক বৈঠক করায় কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের তীব্র ভর্ৎসনার শিকার হলে বিজেপির আইনজীবীদের সংগঠন। প্রধান বিচারপতি বললেন, বিজেপির আইনজীবীরা যা করেছেন তা ‘ন্যক্কারজনক ঘটনা’।

শুক্রবার প্রধান বিচারপতি বলেন, ‘‘গতকাল (বৃহস্পতিবার) রেজিস্ট্রার জেনারেলের অফিসে ন্যক্কারজনক ঘটনা ঘটেছে। একদল আইনজীবী গিয়ে ওই দফতরের কর্মীদের হুমকি দিয়ে এসেছেন, কোর্ট রুমের ভিতরে তাঁদের মিটিং করতে দিতে হবে!’’

ঘ‌টনায় প্রকাশ, বিজেপির আইনজীবীদের ওই বৈঠক থেকে বিরত করতে গেলে আদালতের কর্মীদের হুমকির মুখেও পড়তে হয়। বিচারপতি এই ঘটনাটি নিয়ে কতটা ক্ষুব্ধ তা স্পষ্ট করে দিয়েছেন এজলাসেই। তিনি বলেন, ‘‘এই সব ঘটনা ক্ষমা করা যায় না। কী ভাবে কেউ কর্মীদের হুমকি দিতে পারে? যদি এখানেই (আদালতেই) কেউ নিরাপদ বোধ না করেন, তবে আর কোথায় যাবেন?’’

প্রধান বিচারপতি আরও বলেন, “এই কাজ যারা করেছে তাদের কয়েকজনের নাম আমি জানতে পেরেছি। ওই আইনজীবীদের দু’জন অ্যাসোসিয়েশনের সহকারী সম্পাদক ছিলেন। আমি দু’জনের নাম জানতে পেরেছি। তাদের মধ্যে আইনজীবী ফাল্গুনী বন্দ্যোপাধ্যায় ও রাজেশ সাহা ছিলেন। আর কারা এই কাজ করেছেন আজ রাতের মধ্যে তাদের নাম আদালতে জমা দিতে হবে। দরকারে বিষয়টি বৃহত্তর বেঞ্চে পাঠাব।” বিষয়টি রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে জানানোরও নির্দেশ দিয়েছেন তিনি।

Related posts

ভোটের আগের রাতে রক্তাক্ত কেতুগ্রাম, তৃণমূল কর্মীকে নৃশংস ভাবে কুপিয়ে খুন

মোদীর হাতে তুলে দেওয়া হল রবীন্দ্রনাথের উলটো ছবি, পাল্টা খোঁচা তৃণমূলের

স্বাভাবিকের থেকে নীচে তাপমাত্রা! রবিতেও বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া