বাকি মামলাগুলিও হয়তো সরে যাবে, মনে করছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

কলকাতা: সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের এজলাস থেকে সরে যাচ্ছে দু’টি মামলা। তাঁর এজলাস থেকে ওই দুই মামলা সরাল সুপ্রিম কোর্ট। এর পর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মনে হচ্ছে, ধীরে ধীরে সব মামলাই সরিয়ে নেওয়া হবে তাঁর হাত থেকে।

শুক্রবার রাতে সুপ্রিম কোর্টের শেষ আদেশ শোনার পর কলকাতা হাই কোর্ট ছেড়ে বাইরে এসে বিচারপতি গঙ্গোপাধ্যায় বললেন, ‘‘সুপ্রিম কোর্টের নির্দেশ আমার কাছে স্পষ্ট নয়। পড়ে দেখব। আমার ধারণা, এর পর আমার এজলাস থেকে সব মামলাই সরিয়ে নেওয়া হবে। আজ যে গ্রাউন্ডে সরে গিয়েছে, সেই একই গ্রাউন্ডে সরে যাবে বলে আমার ধারণা।’’

এ প্রসঙ্গেই বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন, সুপ্রিম কোর্টের এই নির্দেশে তাঁর একেবারেই মন খারাপ নয়। বলেন, “এই মামলা তো আমার ব্যক্তিগত উদ্দেশ্যে শুরু করিনি। তাই এই মামলা আমার কাছে রইল… কি অন্য কারও কাছে গেল, তা নিয়ে আমার বিশেষ কোনো মাথাব্যথা নেই”।

প্রসঙ্গত, বিচারাধীন বিষয় নিয়ে সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দেওয়ায় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে নিয়োগ অভিষেক বন্দ্যোপাধ্যায় সংক্রান্ত মামলা সরানোর নির্দেশ দিয়েছে ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চ। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের পরিবর্তে সেই মামলা কার এজলাসে যাবে, সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম।

Related posts

রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতহানির অভিযোগ! চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে পথে তৃণমূল মহিলা কংগ্রেস

মালদহে দেবের হেলিকপ্টারে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন তারকা অভিনেতা

নির্বাচনী সভা থেকে ‘চাকরিহারা’দের বড়সড় আশ্বাস প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর