ডেস্ক: ফের কলকাতা হাইকোর্টের তোপের মুখে নির্বাচন কমিশন। কোভিডে রাজনৈতিক দলগুলির প্রচার নিয়ে কমিশনের ভূমিকা সন্তোষজনক নয়। রাজ্যে দৈনিক সংক্রমণ ১০ হাজার পার করেছে। এহেন অবস্থায় রাজ্যে কী ভাবে রাজনৈতিক দলগুলি হাজার হাজার লোকজন জড়ো করে ভোট প্রচার করছে তা নিয়ে কার্যত হতাশা প্রকাশ করেছে আদালত।
ভোট হোক, তবে করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে ভোটপ্রচারে রাশ টানা হোক। এই আর্জি জানিয়েই সম্প্রতি হাইকোর্টে তিনজন জনস্বার্থ মামলা দায়ের করেন। তারই শুনানি চলাকালীন বুধবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ চরম অসন্তোষ প্রকাশ করেছে কমিশনের উপর।
হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ চরম অসন্তোষ প্রকাশ করেছেন কমিশনের ওপর।
আরও পড়ুন: রাজ্যের প্রাপ্তবয়স্ক সকলকেই বিনামূল্যে টিকা দেবে রাজ্য সরকার’, ঘোষণা মমতার
প্রধান বিচারপতি টিবি এন রাধাকৃষ্ণণ জানান, করোনা রুখতে এই মুহূর্তে কমিশনের ভূমিকা অত্যন্ত কঠোর হওয়া উচিৎ ছিল। অথচ তারা সার্কুলার জারি করেই থেমে গিয়েছে। কোনও পদক্ষেপের চিন্তাভাবনাই নেই। প্রধান বিচারপতি বলেন, ‘সার্কুলার নয় পদক্ষেপ চাই।’কমিশন চূড়ান্ত অদক্ষতার প্রমাণ দিয়েছে। আদালতে কোনও রাজনৈতিক দলের প্রতিনিধি না থাকায় এখনই কোনও নির্দেশ জারি করছে না আদালত।