‘রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে অমিত শাহকে ভুল তথ্য দেওয়া হয়েছিল’  বিজেপির ভরাডুবি নিয়ে বললেন শোভন

ডেস্ক: বিধানসভা নির্বাচনে রাজ্যে বিজেপির ভরাডুবির জন্য বঙ্গ বিজেপির নেতাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দলের প্রাক্তন নেতা শোভন চট্টোপাধ্যায়ের গলায়। শুক্রবার শোভন বলেন, বিধানসভা ভোটের সময় রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ভুল তথ্য দেওয়া হয়েছিল।’ তিনি বলেন, ‘‘কেন্দ্রীয় নেতৃত্বকে বাস্তব পরিস্থিতি সম্পর্কে ধারাবাহিক ভাবে ভুল তথ্য দেওয়া হয়েছিল।’’

বিধানসভা ভোটের দায়িত্বে আসা ভিন্‌রাজ্যের বিজেপি নেতা সব কিছুতেই রাজ্যের নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করতেন বলে জানিয়েছেন শোভন। তাঁর অভিযোগ, ওই বৈঠকগুলিতে রাজ্য বিজেপি-র প্রতিনিধিরা যে তথ্য পরিবেশন করতেন, তার সঙ্গে বাস্তব পরিস্থিতির কোনও সম্পর্ক থাকত না।

শোভন চট্টোপাধ্যায় বলেন, “কেন্দ্রীয় নেতৃত্বকে বাস্তব পরিস্থিতি সম্পর্কে ধারাবাহিক ভাবে ভুল তথ্য দেওয়া হয়েছিল। সেই ভুল তথ্যের প্রেক্ষিতেই রণনীতি নির্ধারণ করা হয়েছিল।” আর তার জন্যই রাজ্যে বিজেপির ভরাডুবি হয়েছে।  

আরও পড়ুন: নিরপেক্ষতা হারানোর আশঙ্কায় বিচারপতি কৌশিক চন্দের এজলাস থেকে মামলা সরানোর আবেদন জানিয়ে প্রধান বিচারপতিকে চিঠি মমতার আইনজীবীর


বিধানসভা ভোটে বেহালা-পূর্বের আসনে শোভনের নাম প্রস্তাব করা হয়নি। বরং বেহালা পশ্চিম আসনে লড়ার প্রস্তাব দেওয়া হয়েছিল তাঁকে। সেই প্রস্তাবে তিনি রাজি হননি। তারপর চলতি বছর মার্চে বিজেপি ছাড়েন শোভন ও বৈশাখী। বিজেপি ছাড়া প্রসঙ্গে শোভন বলেছিলেন, “আসন বদলানোয় আমি অপমানিত বোধ করেছিলাম। এমনকি, ভোটে হারা নেতাদেরও পুরনো আসন দেওয়া হয়েছিল। আমাকে ক্ষেত্রে কেন তা হল না?’’

Related posts

সুন্দরবনে চোরাশিকারিদের হাতে খুন বনকর্মী, তদন্তে পুলিশ

ফের শুরু হতে চলেছে বৃষ্টি-পর্ব, চলবে কত দিন

রামকৃষ্ণ মিশন এবং ভারত সেবাশ্রম সঙ্ঘের একাংশ সরাসরি রাজনীতি করছে, ক্ষোভ মমতার