NSE মামলায় নয়া মোড়, CBI-এর হাতে গ্রেফতার আনন্দ সুব্রহ্মণ্যম

ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (NSE) প্রাক্তন CEO চিত্রা রামাকৃষ্ণার উপদেষ্টা আনন্দ সুব্রহ্মণ্যমকে গত রাতে চেন্নাই থেকে গ্রেফতার করল CBI। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা NSE মামলার তদন্ত করছিল। এর আগে সুব্রহ্মণ্যমকে NSE স্ক্যাম মামলায় বেশ কয়েকবার জিজ্ঞাসাবাদ করেছিল। তিনি কীভাবে NSE-র গ্রূপ অপারেটিং অফিসার হলেন তা নিয়েও প্রশ্ন করে CBI। পাশাপাশি সম্প্রতি SEBI-র মুম্বই অফিসে গিয়ে বেশ কিছু তথ্য সংগ্রহ করে CBI-এর একটি দল।

উল্লেখ্য, ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (NSE) আধিকারিক নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগে শিরোনামে এসেছিল । প্রাক্তন MD ও CEO চিত্রা রামকৃষ্ণ হিমালয়ের এক যোগীর কথায় কর্মীদের নিয়োগ করতেন এবং তাদের পদোন্নতির যাবতীয় সিদ্ধান্ত নিতেন বলে অভিযোগ । দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই নিয়ে কিছুদিন আগেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন । তিনি জানিয়েছিলেন, এই বিষয়ে সরকারি একাধিক এজেন্সি তদন্ত চালাচ্ছে। তাৎপর্যপূর্ণভাবে কিছুদিন আগেই আয়কর দফতর আনন্দ সুব্রক্ষণ্যমের বাড়িতে তল্লাশি চালিয়েছিল । এই ঘটনায় বিরোধীরাএকাধিকবার দেশের অর্থমন্ত্রীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিলে । তাঁদের অভিযোগ ২০১৬ সাল থেকে সরকার কী করছিল? তবে উপযুক্ত তথ্য-প্রমাণ ছাড়া অভিযুক্তদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নয়, স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন দেশের অর্থমন্ত্রী।

চিত্রা রামকৃষ্ণকে আগেই আনন্দ সুব্রক্ষণ্যম কে নিয়োগ নিয়ে জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা CBI। SEBI-র তদন্তরিপোর্টে একাধিক উল্লেখযোগ্য তথ্য উঠে এসেছে বলে খবর। অভিযোগ, সেই সাধুর পরামর্শেই চিত্রা রামকৃষ্ণ আনন্দকে নিয়োগ করেছিলেন। এই ঘটনায় আনন্দের গ্রেফতারি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তাহলে হিমালয়ের সাধু বাবার পরমর্শেই কী এই আকাশ ছোঁয়া বেতন ? খতিয়ে দেখছেন তদন্তকারীরা CBI দল।

উল্লেখ্য,NSE তে যুক্ত হওয়ার আগে ব্ল্যামার লরি এবং ICICI গ্রূপের সঙ্গে কাজ করেছিলেন আনন্দ। সেই সময় বার্ষিক ১৪ লাখের থেকে সামান্য বেশি বেতন পেতেন তিনি কিন্তু ২০১৩ সালে NSE-তে বার্ষিক ১.৩৮ কোটি টাকা বেতনে তিনি নিয়োজিত হন । কীভাবে এই আকাশ ছোঁয়া বেতন বৃদ্ধি, তা খতিয়ে দেখছে তদন্তকারীরা।

Related posts

আজ ঝাড়গ্রাম ও ঘাটালে নির্বাচনী জনসভা, খড়্গপুরে রোড-শো মমতার

রাজ্যপাল সিভি আনন্দ বোসের পদত্যাগের দাবি, রাজভবন ঘেরাও তৃণমূল শিক্ষা সেলের

ফের তাপপ্রবাহের পরিস্থিতি, শুক্রবার কোন কোন জেলায় হাঁসফাঁস অবস্থা