Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
সন্দেশখালিকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ, সাসপেন্ড তৃণমূলের অঞ্চল সভাপতি - NewsOnly24

সন্দেশখালিকাণ্ডে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ, সাসপেন্ড তৃণমূলের অঞ্চল সভাপতি

কলকাতা: সন্দেশখালি নিয়ে পদক্ষেপ করল রাজ্যের শাসকদল। কঠোর পদক্ষেপ হিসাবে দলের অঞ্চল সভাপতি উত্তম সর্দারকে সাসপেন্ড করল তৃণমূল। তাঁকে ৬ বছরের জন্য সাসপেন্ড করল দল।

শনিবার তৃণমূলের একটি অনুষ্ঠান থেকে রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিক এই সাসপেনশন করার কথা ঘোষণা করেন। তিনি জানান, উত্তর সর্দারের বিরুদ্ধে লাগাতার বিভিন্ন অভিযোগ রয়েছে। জনসাধারণের বিরুদ্ধে অত্যাচার চালানোর নানা অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। তিনি আরও বলেন, দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই বর্তমানে ফেরার উত্তমকে সাসপেন্ড করার সিদ্ধান্ত।

উত্তম সর্দারকে সাসপেন্ড করার বিষয়ে পার্থ ভৌমিক বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, দলগত ভাবে তদন্ত হবে। চারজনের একটি কমিটি তৈরি করে দেন। যেখানে তিনজন মন্ত্রী ব্রাত্য বসু, সুজিত বসু, রথীন ঘোষ আছেন। আছেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি বিধায়ক নারায়ণ গোস্বামী। তাঁদের বলা হয়েছিল এলাকার লোকজনের সঙ্গে কথা বলে রিপোর্ট জমা দিতে। শনিবার দুপুর ১২টায় সেই রিপোর্ট জমা পড়ে। এর পরই দল সিদ্ধান্ত নেয় আজ থেকে ৬ বছরের জন্য উত্তম সর্দারকে সাসপেন্ড করা হল।

উল্লেখ্য, সন্দেশখালিতে বিগত কয়েক দিন ধরে অশান্তির ঘটনা ঘটছে। গত দু’দিন ধরে কার্যত রণক্ষেত্রে পরিণত হয় উত্তর ২৪ পরগনার ওই এলাকা। নাম উঠে আসে শাহজাহানের ঘনিষ্ঠ উত্তম সর্দার এবং শিবু হাজরাদের।

উল্লেখ্য, সন্দেশখালিতে বিগত কয়েক দিন ধরে অশান্তির ঘটনা ঘটছে। গত দু’দিন ধরে কার্যত রণক্ষেত্রে পরিণত হয় উত্তর ২৪ পরগনার ওই এলাকা। নাম উঠে আসে শেখ শাহজাহানের ঘনিষ্ঠ উত্তম সর্দার এবং শিবু হাজরাদের।

Related posts

সিঙ্গুরে মোদীর সভা ঘিরে জমি বিতর্ক, সম্মতি ছাড়াই ‘টাটার মাঠ’ ব্যবহারের অভিযোগ

শুনানিতে আর গ্রহণযোগ্য নয় মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, চিঠি দিয়ে জানাল কমিশন

আইপ্যাক কাণ্ডে সবপক্ষকে নোটিস সুপ্রিম কোর্টের, ২ সপ্তাহে জবাব তলব, ইডির বিরুদ্ধে FIR-এ স্থগিতাদেশ