ডব্লুবিসিএস অফিসারদের জন্য ঘোষণা করলেন বিশেষ ভাতা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

আমলাদের জন্য দরাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ, বৃহস্পতিবার নতুন করে সাজানো টাউন হলের উদ্বোধনের পর ডব্লুবিসিএস অফিসারদের জন্য ঘোষণা করলেন বিশেষ ভাতা।  প্রশংসা করলেন রাজ্যের তিন জেলাশাসকের। বললেন, ‘আমলারাই সরকারের আসল মুখ।’

বৃহস্পতিবার দুপুরে টাউন হলের উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর সেখান থেকেই বিডিও, ডিএমদের প্রশংসা করেন তিনি। বিশেষ করে পুরুলিয়া, বীরভূম ও পূর্ব মেদিনীপুরের ডিএমের নাম উল্লেখ করেন তিনি। বলেন, “কোভিড কাল থেকে WBCS অফিসাররা খুব ভাল কাজ করেছেন। আমলারাই সরকারের আসল মুখ। আমার নজরে রয়েছে কারা কীভাবে কাজ করছেন। আগামীতে জেলা বাড়ানো হবে।”

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, আইএএস অফিসারদের সঙ্গে ডব্লুবিসিএস অফিসারদের ভাতায় এবার থেকে পার্থক্য থাকবে না। ডব্লুবিসিএস অফিসারদের ন্যূনতম বিশেষ ভাতা ছিল ১২০০ টাকা। তা বাড়িয়ে করা হচ্ছে ৩০০০ টাকা। আর যে অফিসাররা বেতনের উর্ধ্বসীমায় পৌঁছেছেন তাঁদের বিশেষ ভাতা হিসেবে দেওয়া হবে ১০,০০০ টাকা। প্রতিবছর স্বাস্থ্য পরীক্ষা করা হবে ডব্লুবিসিএস অফিসারদের।

এদিন টাউন হলের অনুষ্ঠান থেকেও কেন্দ্রকে তোপ দেগে মুখ্যমন্ত্রী বলেন, ‘কেন্দ্র প্রয়োজন মতো আইএএস দিচ্ছে না। রাজ্যের পাওনা টাকা দিচ্ছে না। আমাদের থেকে টাকা কেটে নিয়ে যাচ্ছে। একাধিকবার এবিষয়ে কথা বলেও কোনও লাভ হয়নি। পাওনা টাকা থেকে বঞ্চিত হচ্ছে বাংলা।’

Related posts

ফের দুর্ঘটনা! হেলিকপ্টারের আসনে বসতে গিয়ে চোট পেলেন মুখ্যমন্ত্রী

সন্দেশখালি নিয়ে নির্বাচন কমিশনে তৃণমূল, সিবিআইয়ের পদক্ষেপ ভোটে প্রভাব ফেলতে পারে বলে অভিযোগ শাসক দলের

জেলায় জেলায় তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা, বুধবারের আগে স্বস্তি নেই