69
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তৃণমূল সমর্থিত কর্মী সংগঠন ‘শিক্ষাবন্ধু’র অফিসে অগ্নিকাণ্ডের ঘটনায় আরও এক ছাত্রকে গ্রেফতার করল পুলিশ। ধৃত ছাত্র সৌপ্তিক চন্দ্র সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র।
পুলিশ সূত্রে জানা গেছে, ১ মার্চ রাতে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর থানায় অভিযোগ দায়ের হয়। তদন্তের অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে যাদবপুর থানায় ডেকে পাঠানো হয়েছিল সৌপ্তিককে। জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করা হয়।
এর আগে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে হেনস্তার অভিযোগে দুই ছাত্র— সাহিল আলি ও উজানকে গ্রেফতার করেছিল পুলিশ। সাহিলের জামিন মঞ্জুর হলেও উজান এখনও হেফাজতে রয়েছেন।