ভাঙড়ে রাজ্জাক খাঁ খুনে আরও এক তৃণমূল কর্মী গ্রেফতার, মোট ধৃত ৪

ভাঙড়ে তৃণমূল নেতা রাজ্জাক খাঁ খুনে আরও এক তৃণমূল কর্মীকে গ্রেফতার করল পুলিশ। ধৃতের নাম আজাহারউদ্দিন মোল্লা। এই নিয়ে খুনের ঘটনায় ধৃতের সংখ্যা দাঁড়াল চার।

গতকালই এই মামলায় বড় অগ্রগতি হয়েছিল। রাজ্জাকের পাশের বুথের সভাপতি ও ভাঙড় বিধানসভা তৃণমূল কমিটির সদস্য মোফাজ্জেল মোল্লাকে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে খবর, মোফাজ্জেলের ফোন টাওয়ার লোকেশন ও জিজ্ঞাসাবাদের ভিত্তিতে পোলেরহাট থানার একটি আবাসন থেকে আজাহারউদ্দিনকে গ্রেফতার করে উত্তর কাশিপুর থানার পুলিশ।

জানা গিয়েছে, আজাহারউদ্দিন আগে আইএসএফ করলেও, ২০২৩ সালের জুলাইয়ে শওকত মোল্লার হাত ধরে তৃণমূলে যোগ দেন। আইএসএফে থাকাকালীন বোমা বাঁধতে গিয়ে একবার গুরুতর আহতও হন তিনি। আহত অবস্থায় তৃণমূলে যোগ দিয়েছিলেন।

গতরাতে আজাহারউদ্দিনের সঙ্গে আরও দু’জন—জাহান আলি খান ওরফে কাঙাল এবং রাজু মোল্লাকেও গ্রেফতার করা হয়েছে। চারজনকে আজ বারুইপুর আদালতে তোলা হবে। আজাহারউদ্দিনকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক