35
কলকাতা: বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল গরু পাচার মামলায় জামিন পেয়েছেন। আজ, শুক্রবার দিল্লির রাউস অ্যাভিনিউ কোর্টে তাঁর জামিন মঞ্জুর হয়।
জানা গিয়েছে, ১০ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে এই জামিন হয়েছে। এর আগে সিবিআই-এর মামলা থেকেও জামিন পেয়েছিলেন অনুব্রত, আর এবার ইডি-র মামলাতেও জামিন হওয়ায় তিহাড় জেল থেকে মুক্তি পেতে চলেছেন তিনি।
২০২২ সালের ১১ আগস্ট গ্রেফতার হওয়া অনুব্রত মণ্ডল দীর্ঘদিন তিহাড় জেলে ছিলেন। আজ (২০ সেপ্টেম্বর ২০২৪) দীর্ঘ প্রতীক্ষার পর জামিন পান তিনি। কন্যা সুকন্যা মণ্ডলের জামিনের পর এবার পুজোর আগেই অনুব্রতও বীরভূমে ফিরতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
অনুব্রত মণ্ডলের জামিনপ্রাপ্তি তৃণমূলের রাজনৈতিক মহলে একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে দেখা হচ্ছে।