31
নয়াদিল্লি: আজ, শনিবার দিল্লির রাজভবনে শপথ নেবেন দিল্লির নতুন মুখ্যমন্ত্রী অতিশী মারলেনা। এ দিন বিকেল সাড়ে ৪টায় রাজভবনে এই শপথগ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। দিল্লির লেফ্টেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনা আম আদমি পার্টির (আপ) পরিষদীয় নেত্রী অতিশীকে এই প্রস্তাব দেন, এবং দল সেই প্রস্তাবে সম্মতি জানায়।
শুধু অতিশীই নয়, আপের আরও পাঁচজন বিধায়কও শনিবার মন্ত্রী হিসাবে শপথ নেবেন বলে খবর পাওয়া গেছে। অতিশী মারলেনা এর আগে দিল্লির শিক্ষাব্যবস্থার উন্নতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এবং আপ সরকারের অন্যতম সফল মুখ হিসাবেও পরিচিত।
প্রসঙ্গত, গত মঙ্গলবার সন্ধ্যায় দিল্লির লেফ্টেন্যান্ট গভর্নর সাক্সেনার সঙ্গে দেখা করে নিজের ইস্তফাপত্র তুলে দিয়েছিলেন অরবিন্দ কেজরীওয়াল। তার আগেই নিজের উত্তরসূরি বেছে নেন তিনি।