কলকাতা: দুর্গাপুজোর আগে আবারও বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে রাজ্যে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী সোমবার বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ তৈরি হতে পারে। যদিও এই নিম্নচাপ কতটা শক্তিশালী হবে এবং এর গতিপথ কী হবে, তা এখনই নির্দিষ্ট করে বলা সম্ভব নয় বলে জানিয়েছেন আবহবিদেরা। তবে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং কয়েক দিনের মধ্যেই এই বিষয়ে আরও স্পষ্ট তথ্য পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই আগামী কয়েক দিন হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার কলকাতাসহ বেশ কয়েকটি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। এই জেলাগুলির মধ্যে রয়েছে হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এবং ঝাড়গ্রাম।
তবে, রাজ্যে ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই বলে আশ্বস্ত করেছে হাওয়া অফিস। তবে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের কারণে দুর্গাপুজোর আনন্দে কিছুটা ব্যাঘাত ঘটার সম্ভাবনা থাকে।