বেহালার পর হরিদেবপুর, স্কুলে যাওয়ার পথে দুর্ঘটনায় আহত দ্বিতীয় শ্রেণির ছাত্র

কলকাতা: বেহালা চৌরাস্তার পর ফের হরিদেবপুরে পথ দুর্ঘটনা। একটি ট্যাক্সি ধাক্কা মারে এক ছাত্রকে। আহত ওই ছাত্র এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি ঘটেছে হরিদেবপুরের কালীতলায়।

ঘটনায় প্রকাশ, মঙ্গলবার সকালে স্কুল যাওয়ার সময় যখন হরিদেবপুর কালীতলার কাছে রাস্তা পার হচ্ছিল সেই সময় একটি ট্যাক্সি ধাক্কা মারে ওই দ্বিতীয় শ্রেণির ছাত্রকে। ছাত্রটি আচমকাই সামনে চলে আসায়, ওই ট্যাক্সির চালকও কোনওমতে গতি নিয়ন্ত্রণ করেন। তবুও ধাক্কা লেগে ছিটকে পড়ে সে। তার মাথা ফেটে যায়। তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

হরিদেবপুর থানার এএসআই দেখতে পেয়ে ওই ট্যাক্সিতেই পড়ুয়াকে তুলে স্থানীয় নার্সিংহোমে নিয়ে যান। আঘাত গুরুতর হওয়ায় পরে ওই বালককে এসএসকেএমে স্থানান্তরিত করা হয়।

প্রসঙ্গত, শুক্রবার বেহালা চৌরাস্তা মোড়ে রাস্তা পেরোতে গিয়ে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় বড়িশা হাইস্কুলের দ্বিতীয় শ্রেণির পড়ুয়া সাত বছরের সৌরনীল সরকারের। গুরুতর আহত হন সৌরনীলের বাবা সরোজ সরকার।

Related posts

মোদীর হাতে তুলে দেওয়া হল রবীন্দ্রনাথের উলটো ছবি, পাল্টা খোঁচা তৃণমূলের

স্বাভাবিকের থেকে নীচে তাপমাত্রা! রবিতেও বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া

বিজেপি ক্ষমতায় ফিরলে মমতা, স্তালিন, তেজস্বীদের জেলে পাঠাবে, বিস্ফোরক কেজরিওয়াল