দিল্লির আবগারি নীতি সংক্রান্ত অর্থপাচার মামলায় মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জামিনে স্থগিতাদেশ দিল দিল্লি হাইকোর্ট।
বৃহস্পতিবার নিম্ন আদালতে জামিন পেয়েছিলেন কেজরিওয়াল। নিম্ন আদালত জামিন মঞ্জুর করার পরই দিল্লি হাইকোর্টে এর বিরোধিতা করে আর্জি জানিয়েছিল ইডি। শুক্রবার দিল্লি হাইকোর্ট বলেছে যে শুনানি পর্যন্ত নিম্ন আদালতের আদেশ স্থগিত থাকবে। তার মানে হাইকোর্টের শুনানি না হওয়া পর্যন্ত কেজরিওয়াল তিহাড় জেল থেকে মুক্তি পাবেন না।
দিল্লি হাইকোর্ট অরবিন্দ কেজরিওয়ালের জামিনের বিরুদ্ধে ইডি-র আবেদনের তাত্ক্ষণিক শুনানির অনুমতি দিয়েছে। হাইকোর্ট বলে, মামলার শুনানি না হওয়া পর্যন্ত নিম্ন আদালতের আদেশ কার্যকর হবে না।হাইকোর্টে পিটিশন দায়ের করার সময়, ইডি যুক্তি দিয়েছিল যে তারা নিম্ন আদালতে নিজেদের মতামত উপস্থাপনের সুযোগ পায়নি। এর জবাবে কেজরিওয়ালের আইনজীবী বলেন, এটা বলা ঠিক নয়। তবে উভয়পক্ষের মতামত শোনার পর জামিনের আদেশে স্থগিতাদেশ দেয় উচ্চ আদালত।
প্রসঙ্গত, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে ২১ মার্চ ২০২৪-এ গ্রেপ্তার করেছিল ইডি। লোকসভা ভোটের প্রচারের জন্য গত ১০ মে জামিন পেয়েছিলেন তিনি। তবে আদালতের নির্দেশ মেনে আত্মসমর্পণ করেন তিনি । ২১ দিনের অন্তর্বর্তী জামিন শেষে ২ জুন আদালতের নির্দেশ মেনে আবার তিহাড় জেলে ফিরে গিয়েছেন। এখন, তাঁর গ্রেপ্তারের ৯১ দিন পর আবারও জামিন মিললেও হাই কোর্টের স্থগিতাদেশ ছাড়া পাচ্ছেন না তিনি।