প্রথম পাতা খবর মিলল জামিন, তিন বছর বাদে বাড়ি ফিরছেন লালুপ্রসাদ যাদব

মিলল জামিন, তিন বছর বাদে বাড়ি ফিরছেন লালুপ্রসাদ যাদব

98 views
A+A-
Reset

ডেস্ক: অবশেষে স্বস্তি, দুমকা ট্রেজারি মামলাতে ঝাড়খণ্ড হাইকোর্টে জামিন পেলেন লালুপ্রসাদ যাদব। দীর্ঘ তিনবছর কারাবাসের পর প্রিয় নেতা বাইরে আসার খবরে খুশির হাওয়া আরজেডির অন্দরে। উৎসবের আমেজ লালুর পরিবারেও।


পশুখাদ্য দুর্নীতি সংক্রান্ত মামলায় সামগ্রিক ভাবে জামিন পেয়ে এবার জেলের বাইরে আসতে চলেছেন লালুপ্রসাদ যাদব। তাঁর বিরুদ্ধে অভিযোগ ছিল ঝাড়খণ্ড বা তৎকালীন বিহারের ট্রেজারি থেকে ৩.১৩ কোটি টাকা সরিয়েছিলেন তিনি।

বর্তমানে দিল্লির এইমস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন লালু প্রসাদ যাদব। তাঁর বিরুদ্ধে ৪টি মামলা চলছিল। তার মধ্যে তিনটি মামলাতেই জামিন পেয়েছেন তিনি। এবার দুমকা ট্রেজারি মামলায় জামিন পাওয়ার পর বাড়ি যাওয়াতে তাঁর আর কোনও বাধা রইল না। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে এবার বাড়ি ফিরতে পারবেন তিনি। 

আরও পড়ুন: ‘পশ্চিমবঙ্গের কোণা কোণা থেকে শোনা যাচ্ছে, কিছু নেই তৃণমূলে, এবার ভোট পদ্ম ফুলে’: মোদী

বিচারপতি অপরেশ কুমার সিং জানিয়েছেন, বাড়ি ফিরলেও লালু প্রসাদ যাদব এখন দেশ ছেড়ে যেতে পারবেন না। পাশাপাশি তিনি নিজের বাড়ির ঠিকানা বা ফোন নম্বরও বদলাতে পারবেন না।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.