ডেস্ক: বিক্ষিপ্ত অশান্তি মধ্যেই শেষ হল পঞ্চম দফার নির্বাচন। মতুয়া , রাজবংশী, গোর্খা, নেপালির মতো ভোটে প্রার্থীদের ভাগ্য নির্ধারণ হবে, আজকের পঞ্চম দফার নির্বাচনে। শনিবার ভোট গ্রহণ চলছে রাজ্যের ৬ জেলার ৪৫টি আসনে। সন্ধে সাড়ে ছটা পর্যন্ত পঞ্চম দফায় রাজ্যে ভোটদানের হার ৭৮.৩৬ শতাংশ। সবচেয়ে বেশি ভোট পড়েছে জলপাইগুড়ি জেলায়, ৮১.৭৩ শতাংশ।
জলপাইগুড়িতে ভোটের হার ৮১.৭৩ শতাংশ। কালিম্পংয়ে ৬৯.৫৬ শতাংশ,দার্জিলিংয়ে ৭৪.৩১ শতাংশ, উত্তর ২৪ পরগনায় ৭৪.৮৩ শতাংশ, পূর্ব বর্ধমানে ৮১.৭২ শতাংশ ও নদিয়ায় ৮১.৫৭ শতাংশ।
সকাল ১১টা সময় ভোটদানের হার ছিল ৩৬.০২ শতাংশ। জলপাইগুড়িতে ভোট পড়েছিল ৩৯.২৯ শতাংশ, কালিম্পঙে পড়েছিল ৩৪.৬৯ শতাংশ, দার্জিলিঙে ভোট পড়েছিল ৩৩.৩৩ শতাংশ, উত্তর ২৪ পরগনায় ভোট পড়েছে ৩৩.০৭ শতাংশ, পূর্ব বর্ধমানে ভোট পড়েছে ৩৮.৭ শতাংশ এবং নদিয়ায় ভোট পড়েছে ৩৭.৪৩ শতাংশ।
সকাল ন’টা পর্যন্ত ভোটদানের হার ছিল ১৬.১৫ শতাংশ। জলপাইগুড়িতে ভোট পড়েছিল ১৮.৬৫ শতাংশ, কালিম্পঙে ভোট পড়েছে ভোট পড়েছে ১৪ শতাংশ, দার্জিলিঙে ভোট পড়েছিল ১৪.৭৩ শতাংশ, উত্তর ২৪ পরগনায় ভোট পড়েছিল ১৫.১৩ শতাংশ, পূর্ব বর্ধমানে ভোট পড়েছিল ১৬.০৬ শতাংশ এবং নদিয়ায় ভোট পড়েছিল ১৬.৪৫ শতাংশ।