বারুইপুর: শুক্রবার বারুইপুরে শুরু হল ১৫তম বর্ষের মিলন মেলা। নিউ ইন্ডিয়ান মাঠে অনুষ্ঠিত এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে উপস্থিত ছিলেন বারুইপুর বিডিও সৌরভ মাজি, বারুইপুর পূর্ব বিধানসভার বিধায়ক বিভাস সরদার, বারুইপুর পৌরসভার চেয়ারম্যান শক্তি রায় চৌধুরী, ভাইস চেয়ারম্যান গৌতম কুমার দাস, এবং জেলা পরিষদের মৎস্য ও প্রাণিসম্পদ দপ্তরের কর্মাধ্যক্ষ জয়ন্ত ভদ্র।
মেলা কমিটির আহ্বায়ক মোহন সরকার, সঞ্জীব সরকার এবং চিরঞ্জীব সরকার সহ আরও বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিতিতে উদ্বোধনী অনুষ্ঠানটি সাফল্যমণ্ডিত হয়।
মেলায় রয়েছে ক্ষুদ্র হস্তশিল্প, বস্ত্রশিল্প, চর্মশিল্প এবং কুটিরশিল্পের প্রদর্শনী ও বিক্রয়ের ব্যবস্থা। ছোট-বড় সকলের আনন্দের জন্য মনোরঞ্জনমূলক ডিজনিল্যান্ড সহ বিভিন্ন বিনোদনের আয়োজন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, “এই মেলা শুধু আনন্দই নয়, বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের নতুন দিশা খুলে দিচ্ছে।”
এবারের মেলায় প্রায় ৬০টি স্টল অংশ নিয়েছে। ১৬ই ডিসেম্বর পর্যন্ত চলবে এই মেলা, যা এলাকার মানুষের জন্য এক উৎসবের আবহ নিয়ে এসেছে।