জল্পনার অবসান, কর্নাটকের নতুন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা ঘনিষ্ঠ Basavaraj Bommai

ডেস্ক: জল্পনার অবসান ঘটিয়ে কর্নাটকের নতুন মখ্যমন্ত্রীর নাম ঘোষণা কর বিজেপি। বাসবরাজ বোম্মাই হতে চলেছেন কর্নাটকের নতুন মুখ্যমন্ত্রী। বি এস ইয়েদুরাপ্পা ইস্তফা দেওয়ার পর এ দিন নতুন মুখ্যমন্ত্রীকে বেছে নিতে বিজেপি-র বিধায়ক দলের বৈঠক ডাকা হয়েছিল৷ সেখানেই বাসবরাজ বোম্মাই আরাভুকে নতুন মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হয়৷ আগামিকাল মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি৷


ইয়েদুরাপ্পার মতো লিঙ্গায়েত সম্প্রদায়ের শক্তিশালী নেতা বোম্মাই। ইয়েদুরাপ্পার ঘনিষ্ঠও। কর্নাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এসআর বোম্মাইয়ের পুত্র তিনি। জনতা দল ইউনাইটেড ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন।  কোভিড পরিস্থিতিতে বড় দায়িত্ব বলে মানছেন নতুন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই। তিনি বলেন,’এই পরিস্থিতি বড় দায়িত্ব পেলাম। গরিব-কল্যাণে কাজ চালিয়ে যাব। আমার সরকার গরিব ও মানব দরদী হবে।’ 

আরও পড়ুন: একুশের বিধানসভায় তৃণমূলের দুর্দান্ত ফল, মমতার সঙ্গে সাক্ষাতের পর বললেন কমল নাথ


অবশেষে পদ ছাড়তেই হল ইয়েদুরাপ্পাকে। মুখ্যমন্ত্রীর পদে বসার দ্বিতীয় বছর পূর্তির অনুষ্ঠানে ইয়েদুরাপ্পা নিজের পদত্যাগের কথা ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী পদ থেকে সরে দাঁড়াচ্ছেন জানিয়েই কান্নায় ভেঙে পড়েন তিনি। তারপরই রাজভবনে গিয়ে পদত্যাগ পত্র জমা দেন ইয়েদুরাপ্পা। গত কয়েক মাস ধরেই তাঁকে সরানো হবে জল্পনা শুরু হয়েছিল। দলের সিদ্ধান্ত ঘোষণার আগেই নিজে পদ থেকে সরে দাঁড়ান তিনি।

Related posts

আজ ঝাড়গ্রাম ও ঘাটালে নির্বাচনী জনসভা, খড়্গপুরে রোড-শো মমতার

রাজ্যপাল সিভি আনন্দ বোসের পদত্যাগের দাবি, রাজভবন ঘেরাও তৃণমূল শিক্ষা সেলের

ফের তাপপ্রবাহের পরিস্থিতি, শুক্রবার কোন কোন জেলায় হাঁসফাঁস অবস্থা