একুশের বিধানসভায় তৃণমূলের দুর্দান্ত ফল, মমতার সঙ্গে সাক্ষাতের পর বললেন কমল নাথ

ডেস্ক: দিল্লিতে গিয়ে কমলনাথের সঙ্গেই প্রথম বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ দু’ জনের মধ্যে প্রায় চল্লিশ মিনিট বৈঠক হয়৷ যদিও বৈঠক শেষে কংগ্রেসের বর্ষীয়ান নেতা জানান, ২০২৪ সালে যুক্তফ্রন্টের বিষয়ে তাঁদের মধ্যে কোনও আলোচনা হয়নি। বরং একুশের বিধানসভায় তৃণমূলের দুর্দান্ত ফল নিয়েই কথা হয়েছে।


বৈঠক শেষে কমল নাথ দাবি করেন, দেশের বর্তমান পরিস্থিতি নিয়েই মূলত মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছে তাঁর৷ পেট্রোল- ডিজেলের চড়া দাম, নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি নিয়েও আলোচনা হয়েছে৷ কমলনাথ বলেন, ‘সাম্প্রতিক সময়ের বিভিন্ন জ্বলন্ত ইস্যু নিয়ে আমাদের কথা হয়েছে৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমার দীর্ঘ দিনের পরিচয়, তাই তাঁকে শুভেচ্ছা জানাতে এসেছিলাম৷’  কমল নাথ আরও জানান, “মমতার সঙ্গে আমার পরিচয় অনেক দিনের। মমতা দেখিয়ে দিয়েছেন মানুষ যদি সঙ্গে থাকে তবে যে কোনও শক্তিকে রোখা সম্ভব।”

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, ভ্যাকসিন ও বাংলার নাম পরিবর্তন নিয়ে বৈঠকে কথা হয়েছে, বললেন মমতা


কংগ্রেস শীর্ষ নেতাকে প্রশ্ন করা হয়, ২০২৪-এর রণকৌশল নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কোনও কথা হয়েছে কি না? জবাবে কমল নাথ বলেন, ‘এ বিষয়ে আমাদের দলের নেতৃত্বের সঙ্গেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আলোচনা হবে৷


সূত্রের খবর, কমল নাথের সঙ্গে সাক্ষাতের পর কংগ্রেসের আরেক বরিষ্ঠ নেতা আনন্দ শর্মার সঙ্গেও সাক্ষাৎ করেন মমতা। আগামিকাল তিনি কংগ্রেসের চেয়ারপার্সন সনিয়া গান্ধীর সঙ্গেও তিনি সাক্ষাৎ করতে পারেন বলে জল্পনা। মুখ্যমন্ত্রীর এবারের দিল্লি সফরকে আসলে বিরোধীদের একজোট করার উদ্যোগ হিসেবেই দেখছে রাজনৈতিক মহল৷ 

Related posts

মাধ্যমিকের মেধা তালিকার প্রথম দশে ৫৭, কোন স্কুলের কে পেল স্থান? রইল সম্পূর্ণ তালিকা

মাধ্যমিকে পাশের হার ৮৩.৩১ শতাংশ, ছেলেদের টেক্কা দিল মেয়েরা

আজ মাধ্যমিকের ফলাফল, কখন থেকে কোথায় কী ভাবে দেখা যাবে?