সূত্রের খবর, বিজেপির বর্ধিত রাজ্য কমিটি প্রায় চূড়ান্ত। আর সেই নতুন কমিটিতে ঠাঁই পেতে চলেছেন বিক্ষুব্ধ শিবিরের বেশ কয়েকজন নেতা। আরও জানা যাচ্ছে, রাজ্য পদাধিকারীতেও নেওয়া হবে কয়েকজনকে।
এছাড়াও বিক্ষুব্ধদের মধ্যে থাকা বাকিদের রাজ্য কমিটির বিভিন্ন শাখা কমিটিতে রাখা হচ্ছে বলে খবর। সব মিলিয়ে যা দাঁড়াচ্ছে, বিজেপির বর্ধিত রাজ্য কমিটিতে ঠাঁই পেতে চলেছেন বেশির ভাগ বিক্ষুব্ধ নেতারাই।
বিজেপির অন্দরের খবর, সব ঠিক থাকলে সায়ন্তন বসু, বিশ্বপ্রিয় রায়চৌধুরী, প্রতাপ বন্দ্যোপাধ্যায়, রাজকমল পাঠকরা থাকছেন। এছাড়াও রাহুল সিনহা, দিলীপ ঘোষরা উপদেষ্টা হিসেবে থাকবেন বলেও জানা গিয়েছে।
যদিও আপাতত বেশিরভাগ বিক্ষুব্ধদের কমিটিতে জায়গা দেওয়ার দিকেই এগোচ্ছে রাজ্য বিজেপি, তবে দলের দুই বিক্ষুব্ধ ও সাময়িকভাবে বরখাস্ত হওয়া নেতা রীতেশ তিওয়ারি ও জয়প্রকাশ মজুমদারকে শেষ পর্যন্ত নতুন কমিটিতে রাখা হবে কি না, সেটা এখনও চূড়ান্ত নয়।