ঊর্ধ্বমুখী পারদ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা

কলকাতা: দুর্গাপুজো মিটেই শীত-শীত ভাব। তবে মঙ্গলবার থেকে সাময়িক ভাবে ঊর্ধ্বমুখী পারদ। পাশাপাশি, বুধবার থেকে শুক্রবারের মধ্যে কোথাও কোথাও হালকা বৃষ্টির পূর্বাভাসও দিচ্ছে হাওয়া অফিস।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী শুক্রবার পর্যন্ত তাপমাত্রা দু-তিন ডিগ্রি বাড়তে পারে। কলকাতায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৩.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। আগের দিন গতকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৮ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিক। এ দিন সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রিতে নামতে পারে।

এরই মধ্যে বৃহস্পতি ও শুক্রবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম ও দক্ষিণ ২৪ পরগনায়। বৃষ্টির পর মেঘ কেটে গেলে ফের তাপমাত্রা নামতে পারে।

ও দিকে, উত্তরবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। বুধবার থেকে শুক্রবারের মধ্যে দার্জিলিং ও কালিম্পঙের কিছু জায়গায় খুব হালকা বৃষ্টি হতে পারে।

Related posts

বিজেপি ক্ষমতায় ফিরলে মমতা, স্তালিন, তেজস্বীদের জেলে পাঠাবে, বিস্ফোরক কেজরিওয়াল

মা, স্ত্রী, সন্তান-সহ ৫ জনকে খুন করে উত্তরপ্রদেশে আত্মঘাতী এক ব্যক্তি

সুপ্রিম কোর্টে জামিন পাওয়ার পর আজ কেজরিওয়ালের প্রথম রোড শো, হনুমান মন্দিরে পুজো দিয়ে শুরু ভোটপ্রচার