রাজ্যের রেশন ব্যবস্থার ভূয়সী প্রশংসা, কেন্দ্রের চিঠি প্রকাশ্যে আনলেন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ

কলকাতা: পশ্চিমবঙ্গের রেশন ব্যবস্থার প্রশংসা কেন্দ্রের। চিঠি দিয়ে রাজ্যের কাজের প্রশংসা কেন্দ্রীয় সরকারের। অনলাইনে রাজ্যের রেশন বণ্টন ব্যবস্থার ভূয়সী প্রশংসা করা হয়েছে চিঠিতে। রাজ্যের খাদ্য দফতরকে এই চিঠি দিয়েছেন কেন্দ্রীয় অধিকর্তা। রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ সেই চিঠি প্রকাশ্যে আনলেন।

জানা গিয়েছে, দু’মাস আগে কেন্দ্রের থেকে ওই চিঠি পাঠানো হয়েছে রাজ্য সরকারকে। তাতে রাজ্যের খাদ্য দফতরের ভূমিকার প্রশংসা করছে কেন্দ্র। চিঠিতে বলা হয়েছে, ২০২৩-২৪ অর্থবর্ষের এপ্রিল-জুন ত্রৈমাসিকে বাংলায় কোথাও ম্যানুয়াল রেশন সামগ্রী ডিস্ট্রিবিউশন হয়নি। রেশন বণ্টন প্রক্রিয়া মসৃণ করতে যে ভাবে সমস্ত কার্ড ডিজিটালাইজড করার দিকে এগিয়ে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার তা ভূয়সী প্রশংসা যোগ্য।

আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল, কোন মাসে কতটা রেশন বণ্টন হল, কতটা বাকি রয়ে গেল, সেই বিস্তারিত তথ্য কেন্দ্রীয় সরকারের পোর্টালে সঠিক ভাবে তুলে দেওয়া। কেন না এই কাজটি অসম্পূর্ণ রয়ে গেল পরবর্তী মাসের জন্য রেশন সামগ্রী পাঠায় না কেন্দ্র। প্রত্যেক মাসে নির্ভুল ভাবে সেই তথ্য জানাতে নিরলস কাজ করে চলেছে বাংলার খাদ্য দফতর।

এ ব্যাপারে রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বক্তব্য, “সময়ের সঙ্গে সঙ্গে দপ্তরে একাধিক বিষয়ে সংস্কার করা হয়েছে। তারই অন্যতম উল্লেখযোগ্য প্রক্রিয়া রেশন কার্ডের ডিজিটাইজেশন। সঙ্গে রেশন বিলির প্রক্রিয়া ১০০ শতাংশ নির্ভুল করার জন্য লাগাতার কাজ চলছে।”

খাদ্যমন্ত্রী আরও বলেন, ” অনেকে বলছিলেন, বায়োমেট্রিকে সমস্যা হচ্ছে। তখন আমরা দ্রুত আইডি স্ক্যানারের ব্যবস্থা করেছি। আর প্রায় ১৬ হাজার দোকানে ই–ওয়েং স্কেলের ব্যবস্থা করেছি। যাতে স্বচ্ছতা থাকে। এমনকী সঠিকভাবে যাতে ওজন হয়।’”

Related posts

আজও কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই তীব্র তাপপ্রবাহের সতর্কতা

আজ রাজ্য জয়েন্ট এন্ট্রাস পরীক্ষা, বিশেষ ট্রেন ও মেট্রো পরিষেবা

প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, সোমবার শুনানি সুপ্রিম কোর্টে