বিধাননগরে বিরাট ডাকাতির ছক বানচাল করল পুলিশ

কলকাতার উপকন্ঠে বিধাননগরের বুকে বড়সড় ডাকাতির ছক বানচাল করে দিল পুলিশের তৎপরতা। মঙ্গলবার ভোরের এই ঘটনায় গুরুতর আহত হয় দুই পুলিশ কর্মী।

মঙ্গলবার ভোরে বিধাননগরে এএইচ–১৯৩ নম্বর বাড়ির সামনে সামনে ডাকাতির উদ্দেশ্যে জমায়েত হয় ৫-৭ জনের একটি ডাকাতদল, এমনটাই জানা গিয়েছে বিধাননগর পুলিশ সূত্রে।

এই ডাকাতির চেষ্টার খবর পেয়ে ঘটনস্থলে ছুটে যায় বিধাননগর থানার পুলিশ এর একটি দল। পুলিশ দেখে দুষ্কৃতীদের দলটি পালানোর চেষ্টা করে। পুলিশ তাদের পথরোধ করলে পুলিশের উপরেও চড়াও হয় দলটি। এই সময় ওই দুষ্কৃতী দলের সঙ্গে পুলিশ এর ধস্তাধস্তি শুরু হয়।

ডাকাত দলের এই হামলার ঘটনায় দুই পুলিশকর্মী গুরুতর আহত হয় বলে জানা গিয়েছে। পুলিশের উপর চড়াও হয়ে সেখান থেকে পালাতে সমর্থ হয় ডাকাতের দলটি। ওই ডাকাত দলের সদস্যদের চিহ্নিত করতে বিধাননগর এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। আশেপাশের থানাগুলিকেও অ্যালার্ট করা হয়েছে৷ এই ঘটনায় আতঙ্কের পরিবেশ তৈরি হয় বিধাননগর এলাকায়।

Related posts

হাঁসফাঁস গরম থেকে মুক্তি! ঝোড়ো হাওয়া, সঙ্গে বৃষ্টি

প্রায় ২৬ হাজার চাকরি বাতিল, আজ ফের শুনানি সুপ্রিম কোর্টে

‘যখন ভোটবাক্স খুলবে, সর্ষেফুল দেখবেন বিজেপির নেতারা’, কৃষ্ণনগর থেকে কটাক্ষ অভিষেকের