মেঘলা আকাশ, রাজ্যে ফিরছে জাঁকিয়ে শীত?

কলকাতা: গত কয়েক দিন ধরেই বাড়তে শুরু করেছে দিন ও রাতের তাপমাত্রা। তবে বৃহস্পতিবার থেকে ফের শীতের আরও একটা স্পেল দেখা যাবে বলে অনুমান করছে হাওয়া অফিস।

আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী, মঙ্গলবার কলকাতার তাপমাত্রা বেড়েছে বেশ কিছুটা। এ দিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৮.৫ ডিগ্রি। যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি। যেখানে, সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৮ ডিগ্রি সেলসিয়াস। এ দিন আংশিক মেঘলা আকাশ। দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়বে।

কলকাতা ছাড়া দক্ষিণের বেশ কিছু জেলাতেও বাড়বে তাপমাত্রা। উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনাও রয়েছে। উত্তরবঙ্গে দার্জিলিং এবং কালিংম্পং-এ হালকা বৃষ্টির সম্ভাবনা। সেখানে বৃষ্টির পর কমতে পারে তাপমাত্রা। তুষারপাতের সম্ভাবনা রয়েছে সিকিমে।

তবে বুধবার থেকে ফের রং বদলাবে তাপমাত্রা। তার পর ফের পারদ নামবে রাজ্যে। কলকাতায় ১৫ ডিগ্রির কাছাকাছি ও জেলার ক্ষেত্রে ১২ ডিগ্রির কাছাকাছি পারদ নামতে পারে। আগামী তিন-চার দিন ধরে বাংলায় শীতের আমেজ থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে।

Related posts

‘ ১০ থেকে ২০ তারিখের মধ্যে কেশপুরে খুন হতে পারে’, বিস্ফোরক অভিযোগ দেবের

পাশের হার ৯০ শতাংশ, উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ

তৃতীয় দফায় পশ্চিমবঙ্গের চেয়ে বেশি ভোট পড়েছে অসম ও গোয়ায়