সরকারি গমের বস্তায় বালি-কাঁকর মেশানোর অভিযোগ, ভিডিও ঘিরে চাঞ্চল্য মধ্যপ্রদেশে

ভোপাল: সরকারি ভাবে কেনা গমের ওজন বাড়ানোর জন্য মেশানো হচ্ছে বালি এবং কাঁকর। মধ্যপ্রদেশের সাতনা জেলার সেই চাঞ্চল্যকর ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিয়োটিতে দেখা গিয়েছে, কয়েকজন লোক গমের বস্তার ওজন বাড়ানোর জন্য গমের সঙ্গে কাঁকর এবং বালি মিশিয়ে দিচ্ছেন। নতুন করে বলার নয়, সরকারি ভাবে কেনা এই খাদ্যশস্য রেশনের মাধ্যমে বিতরণ করা হয়।

ঘটনাটি প্রকাশ্যে আসর পরই দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছে প্রশাসন। জানা গিয়েছে, রামপুর বাঘেলানের বান্দা গ্রামের ঘটনা এটি। গত দু’দিন ধরে ন্যূনতম সহায়ক মূল্যে কেনা ৭ লাখ কুইন্টাল গম মজুত করা হয়েছিল এখানে। আর সেখানেই চলছে এমন কাণ্ডকারখানা।

Related posts

জেলায় জেলায় তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা, বুধবারের আগে স্বস্তি নেই

আজ আসানসোল লোকসভা কেন্দ্রে জোড়া সভা মমতার

মনোনয়ন খারিজ বীরভূমের বিজেপি প্রার্থী দেবাশিসের, তবে বিকল্প প্রার্থী আগেই দিয়ে রেখেছিল গেরুয়া শিবির