প্রথম পাতা খবর বাংলায় দ্বিতীয় প্রার্থীতালিকা ঘোষণা বিজেপির, কারা পেলেন টিকিট ?

বাংলায় দ্বিতীয় প্রার্থীতালিকা ঘোষণা বিজেপির, কারা পেলেন টিকিট ?

65 views
A+A-
Reset

কলকাতা: প্রথম দফায় বাংলার বাংলার ৪২টি লোকসভার মধ্যে ২০টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছিল বিজেপি। সেখান থেকে নাম সরিয়ে নিয়েছেন ভোজপুরি গায়ক পবন সিং (আসানসোল)। ফলে পড়ে থাকা ২৩টি আসনের মধ্যে দ্বিতীয় দফায় ১৯ জনের নাম ঘোষণা করল গেরুয়া শিবির। তবে, ডায়মন্ড হারবার, ঝাড়গ্রাম, আসানসোল এবং বীরভূমে এখনও পর্যন্ত প্রার্থীর নাম ঘোষণা বাকি রইল।

১৯ আসনে বিজেপি প্রার্থী

১. জলপাইগুড়ি: জয়ন্ত রায়

২. দার্জিলিং: রাজু বিস্তা

৩. রায়গঞ্জ: কার্তিক পাল

৪. জঙ্গিপুর: ধনঞ্জয় ঘোষ

৫. কৃষ্ণনগর: অমৃতা রায়

৬. ব্যারাকপুর: অর্জুন সিং

৭. দমদম: শীলভদ্র দত্ত

৮. বারাসত: স্বপন মজুমদার

৯. বসিরহাট: রেখা পাত্র

১০. মথুরাপুর: অশোক পুরকায়ত

১১. কলকাতা (দক্ষিণ): দেবশ্রী চৌধুরী

১২. কলকাতা (উত্তর): তাপস রায়

১৩. উলুবেড়িয়া: অর্জুন উদয় পাল চৌধুরী

১৪. শ্রীরামপুর: কবীর শঙ্কর বসু

১৫. আরামবাগ: অরূপ কান্তি দিগার

১৬. তমলুক: অভিজিৎ গঙ্গোপাধ্যায়

১৭. মেদিনীপুর: অগ্নিমিত্রা পাল

১৮. বর্ধমান পূর্ব: অসীম কুমার সরকার

১৯. বর্ধমান দুর্গাপুর: দিলীপ ঘোষ

উল্লেখযোগ্য ভাবে, কেন্দ্র বদল হল দিলীপ ঘোষের। তাঁকে প্রার্থী করা হল বর্ধমান-দুর্গাপুরে। অন্য় দিকে, মেদিনীপুরে বিজেপি প্রার্থী হলেন আসনসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.