ডেস্ক: বহিরাগতদের এনে করোনা ছড়ানো হচ্ছে। লড়াইয়ে না পেরে করোনা ছড়াচ্ছে বিজেপি। বাংলায় কোভিড ছড়াবেন না প্রধানমন্ত্রী’। নদিয়ার সভায় বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়৷ তিনি বলেন, প্রধানমন্ত্রীর সভার জন্য বাইরে থেকে লোক আনা হচ্ছে। মমতার প্রশ্ন, কেন প্রধানমন্ত্রীর সভার জন্য গুজরাত, উত্তরপ্রদেশ থেকে লোকগুলোকে আনা হচ্ছে? বাংলায় কি লোক নেই? যাঁরা বাইরে থেকে আসছে তাদের মধ্যে অনেকেই কোভিড আক্রান্ত থাকতে পারে। সেখান থেকেই করোনা ছড়াচ্ছে৷
আরও পড়ুন:‘বাংলায় বিজেপির সরকার ক্ষমতায় এলেই মতুয়া সমাজ নাগরিকত্ব পাবেই’, প্রতিশ্রুতির শাহ
বহিরাগতদের ভিড়কেই দায়ী করছেন মমতা বন্দ্যোপাধ্যায় । রাজ্যের করোনা পরিস্থিতির জন্য মমতা বন্দ্যোপাধ্যায় এদিনও নিশানা করছেন বিজেপিকেই। সরাসরি প্রধানমন্ত্রীর নাম নিয়ে তাঁর আর্জি-করোনা ছড়ানো বন্ধ করুন। মমতা বন্দ্যোপাধ্যায়ের যুক্তি, এই রাজ্যে করোনা কমে গিয়েছিল।
তৃণমূল নেত্রী বলেছেন, প্রধানমন্ত্রী ভোটের প্রচারে আসতেই পারেন। কিন্তু তাঁর সভার প্যান্ডেল তৈরির জন্য বাইরে থেকে লোক আনা চলবে না। নবদ্বীপের সভায় মমতা বলেছেন, পাঁচ-ছয় মাস কোভিড ছিল না। তখন বিনামূল্যে কোভিড টিকা দেওয়ার অনুমতি ছিলাম। কিন্তু রাজনীতি করে সেই অনুমতি দেননি প্রধানমন্ত্রী।