Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$ID is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 46

Deprecated: Creation of dynamic property Penci_AMP_Post_Template::$post is deprecated in /home/ndn4dljdt13e/public_html/newsonly24.com/wp-content/plugins/penci-soledad-amp/includes/class-amp-post-template.php on line 47
কেরালার রেস্তোঁরায় "হালাল" নিষিদ্ধ করার দাবি বিজেপির - NewsOnly24

কেরালার রেস্তোঁরায় “হালাল” নিষিদ্ধ করার দাবি বিজেপির

কেরালার রেস্তোঁরাগুলিতে এবার ‘হালাল’ নিষিদ্ধ করতে বদ্ধপরিকর বিজেপি। রবিবার তিরুবনন্তপুরমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের কেরালা রাজ্যের সাধারণ সম্পাদক পি সুধীর বলেন, “হালাল হল তিন তালাকের মতো একটি খারাপ প্রথা।”

কেরালায় হালাল খাবার ও ব্যবস্থাপনা নিষিদ্ধ করার জন্য বিজেপি রেস্তোঁরাগুলির বিরুদ্ধে সোশ্যাল মিডিয়া প্রচার করে আসছে বেশ কয়েকদিন ধরে। ইতিমধ্যে রাজ্যের বিরোধী নেতারা এবং হোটেল মালিকদের ইউনিয়ন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।

কেরালার ক্ষমতাসীন বামফ্রন্টের এক সিনিয়র নেতা কোডিয়েরি বালাকৃষ্ণান বলেন যে, “বর্তমান ‘হালাল ব্যবস্থা’ বিতর্কটি সমাজকে বিভক্ত করার জন্য আরএসএসের প্রচেষ্টার ফল। তিনি আরও বলেন, সাম্প্রদায়িক প্রচারের জন্য বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে মেরুকরনের একটা প্রচেষ্টা। এই প্রচার কেরালার সমাজের জন্য ভাল নয়। এখানে সফলও হবে না।”

রাষ্ট্র সাম্প্রতিক অতীতে কিছু অনুরূপ সাম্প্রদায়িক প্রচার প্রত্যক্ষ করেছে, কেরালায় গত বছর হালাল খাবারকে লক্ষ্য করে ‘বয়কট হালাল’শিরোনামে একই ধরনের প্রচারণ চালানো হয়েছিল। সংঘ পরিবার ছাড়াও, খ্রিস্টান অ্যাসোসিয়েশন এবং অ্যালায়েন্স ফর সোশ্যাল অ্যাকশন (CASA) এর মতো কিছু খ্রিস্টান দলও কেরালায় ইসলামফোবিয়া ছড়িয়ে দেওয়ার জন্য নিযুক্ত রয়েছে।


Related posts

বাংলায় বাদুড়ের শরীরে নিপা ভাইরাস মেলেনি, সমীক্ষায় স্বস্তি

মাধ্যমিকের অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য, শুনানিতে বিএলএ ঢোকার ছাড়পত্র দিল সুপ্রিম কোর্ট

‘দু’গালে কষিয়ে থাপ্পড় মেরেছে সুপ্রিম কোর্ট,’ এসআইআর নিয়ে শীর্ষ আদালতের নির্দেশের পর কমিশন-বিজেপিকে তোপ অভিষেকের