মঙ্গলবার বোমাতঙ্কে চাঞ্চল্য। এবার নবান্নের কাছে দ্বিতীয় হুগলি সেতুর টোল প্লাজার পাশে পড়ে থাকা একটি বেওয়ারিশ ব্যাগকে কেন্দ্র করে আতঙ্ক ছড়ায়।
জানা গেছে, নবান্ন থেকে কলকাতা অভিমুখী রাস্তায় টোল প্লাজার কাছে ফুটপাথে একটি ছোট চটের ব্যাগ পড়ে থাকতে দেখেন পথচারীরা। সন্দেহ হতেই খবর দেওয়া হয় পুলিশ ও বম্ব স্কোয়াডকে। স্নিফার ডগ নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তবে ব্যাগটি থেকে কোনও বিস্ফোরক মেলেনি বলে জানিয়েছে পুলিশ। ব্যাগটি কে বা কেন সেখানে ফেলে রেখে গেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
প্রসঙ্গত, সোমবার রাতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কাছেই একটি বেওয়ারিশ কাগজের বক্স ঘিরে আতঙ্ক ছড়ায়। খবর পেয়ে লালবাজার থেকে বম্ব স্কোয়াড এসে সেটি পরীক্ষা করে। তবে তাতেও কোনও বিস্ফোরক পাওয়া যায়নি, বরং তার ভিতরে ওষুধ ছিল বলে জানিয়েছে পুলিশ।