ব্যর্থ হল ২৪ ঘণ্টার চেষ্টা, ৬০ ফুট গভীর কুয়ো থেকে উদ্ধার বালকের নিথর দেহ

৬০ ফুট গভীর কুয়োয় পড়ে গিয়েছিল আট বছরের বালক। ২৪ ঘণ্টার চেষ্টায় বুধবার উদ্ধার করা হয় তাকে। তবে কুয়োর ভিতর থেকে উদ্ধার হল তার নিথর দেহ।

মধ্যপ্রদেশের বিদিশা জেলার জেলাশাসক উমা শঙ্কর ভার্গব সাংবাদিকদের বলেন, “শিশুটিকে উদ্ধার করা হলেও, তাকে বাঁচানো সম্ভব হয়নি। পরীক্ষার পর চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।”

ঘটনায় প্রকাশ, মঙ্গলবার সকালে বাড়ির কাছেই মাঠে বন্ধুদের সঙ্গে খেলছিল ওই বালক। ওখানে যে একটি কুয়ো ছিল, তা জানত না। আচমকাই গর্তের উপরে ঢাকা দেওয়া অংশে পা দিতেই কুয়োর ভিতরে পড়ে যায় সে। ৪৩ ফুট গভীরে সে আটকে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, কুয়োয় পড়ে যাওয়া কিশোরের নাম লোকেশ। উদ্ধারকারী দলের মতে, সে ওই কুয়োর ৪৩ ফুট গভীরতায় একটি খাঁজে আট‌কে ছিল। পাশ দিয়ে একটি গর্ত খুঁড়ে তাকে উদ্ধারের কাজ চলে। যত তাড়াতাড়ি সম্ভব তাকে উপরে তুলে আনা যায়, সেই চেষ্টাই চালান উদ্ধারকারীরা।

Related posts

উলুবেড়িয়ায় ভোটের ডিউটিতে এসে মহিলার শ্লীলতাহানির অভিযোগ বিএসএফ জওয়ানের বিরুদ্ধে

বিজেপিতে বড় ধাক্কা! ভোটের মধ্যেই তৃণমূলে যোগ দিলেন বিদায়ী সাংসদ

সুন্দরবনে চোরাশিকারিদের হাতে খুন বনকর্মী, তদন্তে পুলিশ