প্রথম পাতা খবর রেকর্ড ভেঙে আক্রান্তের গন্ডি ফের ৪ লক্ষ পার

রেকর্ড ভেঙে আক্রান্তের গন্ডি ফের ৪ লক্ষ পার

66 views
A+A-
Reset

ডেস্ক: ফের দেশে করোনার গ্রাফ উর্ধমুখী, আক্রান্ত ছাড়াল ৪ লক্ষ-র গণ্ডি। মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে ৩,৯৮০। দেশে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৩৫ লক্ষ ৩৬ হাজার। সুস্থতার হার ৮২ শতাংশ।
স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী গতকালের তুলনায় সুস্থের হার গতকালের তুলনায় কম। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন, ৩ লাখ ২৯ হাজার ১১৩ জন। গতকালের তুলনায় বেড়েছে মৃত্যু সংখ্যা। ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩,৯৮০ জনের। বুধবার সংখ্যাটা ছিল প্রায় ৩,৭০০। 


স্বাস্থ্যমন্ত্রকের প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, মোট করোনায় আক্রান্ত  পৌঁছল ২ কোটি ১০ লক্ষ ৭৭ হাজার ৪১০ জন। যার মধ্যে সুস্থ হয়েছেন ১ কোটি ৭২ লক্ষ ৮০ হাজার ৮৪৪ জন। মৃতের সংখ্যা ২ লক্ষ ৩০ হাজার ১৬৮ জন।

 গত ২৪ ঘণ্টায় মহারাষ্ট্রে ৫৭ হাজারেরও বেশি আক্রান্ত হওয়ায় রাজ্যে বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা ৬ লক্ষ ৪১ হাজার। এরমধ্যে গতকাল মুম্বইতে করোনা আক্রান্ত হয়েছেন ৩৮৭৯ জন, মৃত্যু হয়েছে ৭৭ জনের। পুণেতে ৯ হাজার ৮৪ ন আক্রান্ত ও ৯৩ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: বন্ধ লোকাল ট্রেন পরিষেবা, বাজার খোলার নিয়মে পরিবর্তন, একাধিক নির্দেশিকা ঘোষণা মমতার


তারপরেই রয়েছে কর্ণাটক। সেখানে আক্রান্ত হয়েছে ৫০ হাজার ১১২ হন। কেরালায় আক্রান্ত হয়েছে ৪১ হাজার ৯৫৩ জন। দেশের মধ্যে উত্তরপ্রদেশের অবস্থা সবথেকে খারাপ। যোগীর রাজ্যে ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৫৭ জনের, আক্রান্তের সংখ্যা ৩১ হাজার ১৬৫। রাজ্যের লখনউ এবং কানপুরে মৃত্যু হয়েছে সর্বাধিক।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

সম্পাদকের পছন্দ

টাটকা খবর

©2023 newsonly24. All rights reserved.