ডেস্ক: ভোট-পরবর্তী হিংসার তদন্তে রাজ্যে এল স্বরাষ্ট্রমন্ত্রকের বিশেষ দল। কালই মুখ্যসচিব চিঠি দেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে। এরপরই রাজ্যে এল বিশেষ দল। সূত্রের তরফে জানানো হয়েছে, ‘পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসা খতিয়ে দেখতে প্রতিনিধিরা এসেছেন। তাঁরা ঘটনাস্থলে যাবেন। পরিস্থিতি খতিয়ে দেখবেন ও আক্রান্তদের সঙ্গে কথা বলবেন।
রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখতে রাজ্যে এল স্বরাষ্ট্রমন্ত্রকের প্রতিনিধিদল। এই মুহূর্তে নবান্নে পৌঁছেছে চার সদস্যের এই প্রতিনিধি দল।
বুধবারই রাজ্যকে সতর্কবার্তা পাঠিয়ে স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, দ্রুত রিপোর্ট পাঠাতে হবে। চিঠিতে রীতিমতো হুঁশিয়ারির সুরে জানানো হয়েছে, গত ৩ মে রাজ্যের থেকে ভোট-পরবর্তী হিংসা নিয়ে রিপোর্ট তলব করেছিল কেন্দ্র। কিন্তু এখনও পর্যন্ত কোনও জবাব মেলেনি। সেই ‘দুর্ভাগ্যজনক’ কাজ থেকেই প্রমাণিত যে হিংসা বন্ধ করতে নবান্নের তরফে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। তাই দ্রুত রিপোর্ট না পাঠালে রাজ্য়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দেওয়া হয়।
আরও পড়ুন: রেকর্ড ভেঙে আক্রান্তের গন্ডি ফের ৪ লক্ষ পার
রাজনৈতিক মহলের একাংশের মতে, ওই প্রতিনিধি দল ঘটনাস্থলে পৌঁছানোর পাশাপাশি রাজ্যের প্রশাসনিক আধিকারিরদের সঙ্গেও কথা বলবেন। তারপর সেই রিপোর্ট জমা দেবেন অমিত শাহকে।