কর্ণাটকে বাস দুর্ঘটনায় উদ্ধার কাটা হাত-পা, মৃত ৮

কর্ণাটকের তুমকুরে মাঝরাস্তাতেই উল্টে গেল যাত্রীবাহী বাস। ভয়াবহ দুর্ঘটনায় ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে আটজনের, গুরুতর আহত হয়েছেন আরও ২০ জন। জানা গিয়েছে, বাসে মোট ৬০ জন যাত্রী ছিল।

স্থানীয় পুলিশ জানিয়েছে, তুমকুর জেলার পাভাগাডায় একটি বাস এদিন সকালে উল্টে যায়। বাসটি অত্যন্ত দ্রুতগতিতে যাচ্ছিল বলে জানা গিয়েছে। বাসটিতে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি যাত্রী তোলা হয়েছিল বলে অভিযোগ।

স্থানীয় মানুষ জানাচ্ছেন, দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন এবং তাঁরাই প্রথমে উদ্ধারকার্য শুরু করেন। এরপর কিছু সময়ের মধ্যেই ছুটে আশে স্থানীয় পুলিশ-প্রশাসনও। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, বাসটিতে কমপক্ষে ৬০ জন যাত্রী ছিল। যার মধ্যে অধিকাংশই পড়ুয়া। ফাঁকা রাস্তায় দ্রুত গতিতে যাওয়ার সময় আচমকাই ব্রেক করার কারণেই উল্টে যায় বাসটি।

ঘটনাস্থলে উপস্থিত ব্যক্তিরা জানান, বাসের গেটেও প্রচুর যাত্রী ঝুলছিল। একইসঙ্গে দ্রুতগতিতে ধেয়ে আসছিল বাসটি। আচমকাই কোনও কারণে বাসটি ব্রেক কষে আর সঙ্গে সঙ্গে উল্টে যায়। এই সময় গেটের সামনে যারা ঝুলছিলেন, তারা ছিটকে গিয়ে রাস্তায় পড়েন। অনেকে বাসের নীচেও চাপা পড়ে যান। বাসের ভিতরে থাকা যাত্রীদের অনেকের দেহও তালগোল পাকিয়ে যায়। বাসের দরজা-জানলা কেটে বের করতে হয়ে দেহগুলিকে।

এই ঘটনায় প্রাথমিকভাবে ৮ জনের মৃতদেহ উদ্ধার হয়েছে। গুরুতর আহত ২০ যাত্রী। তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।

Related posts

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন

‘যাঁরা বলতেন বাংলায় দুর্গাপুজো হয় না, আজ তাঁরাই উদ্বোধন করছেন’— অমিত শাহকে তীব্র কটাক্ষ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

সন্তোষ মিত্র স্কোয়ারে পুজো উদ্বোধনে অমিত শাহ, মঞ্চ থেকেই বাংলায় বিজেপি সরকার গঠনের ডাক