কলকাতা: একাদশ-দ্বাদশে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের রায় বহাল। ববিতা সরকার মামলায় ওএমআর শিট প্রকাশের নির্দেশ বহাল রাখল ডিভিশন বেঞ্চ।
চাকরিপ্রার্থী ববিতা সরকারের আর্জিতে সায় দিয়ে ২০১৬ সালের একাদশ-দ্বাদশের নিয়োগ পরীক্ষার প্যানেলে থাকা সাড়ে ৫ হাজার জনের উত্তরপত্র প্রকাশের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
সেই রায়কে চ্যালেঞ্জ করে দায়ের মামলায় ওএমআরসিট প্রকাশ না করার আর্জি খারিজ করল ডিভিশন বেঞ্চ। সেই রায় বহাল রাখল বিচারপতি সৌমেন সেন ও বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ।
তবে কমিশনের আবেদন মেনে উত্তরপত্র অর্থাৎ ওএমআর শিট প্রকাশের সময়সীমা বাড়াল ডিভিশন বেঞ্চ। এসএসসি-র আবেদনে ২১ জুলাইয়ের পরিবর্তে উত্তরপত্র প্রকাশের জন্য সময়সীমা বাড়িয়ে ২৮ জুলাই করা হয়েছে।