যুব এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ৮ উইকেটে জয়ী ভারত

পাকিস্তান: ২০৫ (কাসিম ৪৮, শাহিবজাদা ৩৫, মুবাসির ২৮, রাজবর্ধন ৫/৪২, সুথার ৩/৩৬, পরাগ ১/২৪)

ভারত: ২১০/২ (সুদর্শন ১০৪, নিকিন ৫৩, যশ ২১ মুবাসির ১/৪৫, মুমতাজ ১/৫৮)

ইমার্জিং এশিয়া কাপ ২০২৩-এর গ্রুপ বি ম্যাচে পাকিস্তান এ-কে আট উইকেটে হারাল ভারত এ। ভারত এ-র হয়ে সাই সুদর্শন ১০৪ (অপরাজিত) রান করেন এবং নিকিন জোস ৫৩ রান করেন।

এ দিন কলম্বোতে অনুষ্ঠিত এই ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ভঙ্গিতে আধিপত্য বজায় রাখে ভারত। রাজবর্ধন হাঙ্গারগেকারের পাঁচটি উইকেট নেন। মানব সুথার তুলে নেন ৩ উইকেট। ২০৫ রানে শেষ হয়ে যায় পাকিস্তানের ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে ৮০ বল বাকি থাকতেই জয়ের রান তুলে নেয় ভারত। পাকিস্তানের হয়ে মুবাসির খান, মেহরান মুমতাজ একটি করে উইকেট নেন।

ইতিমধ্যেই সেমি-ফাইনালে পৌঁছে গিয়েছে ভারত এবং পাকিস্তান। আগামী ২১ জুলাই একটি সেমি-ফাইনালে মুখোমুখি হবে ভারত-বাংলাদেশ এবং অন্যটিতে খেলবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। ফাইনাল ২৩ জুলাই।

Related posts

আইপিএল ২০২৪: মঙ্গলবার প্রথম কোয়ালিফায়ারে কলকাতা মুখোমুখি হায়দরাবাদের

অবসর ঘোষণা সুনীল ছেত্রীর, আন্তর্জাতিক ফুটবলকে বিদায় কলকাতাতেই

ইতিহাস তৈরি করে এই প্রথমবার আইপিএল প্লে অফে পৌঁছল কেকেআর