কলকাতা: আগামী ২৪ নভেম্বর আদালতে হাজির হতে হবে নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে। পঞ্চায়েত ভোটে আদালত অবমাননা মামলায় শুক্রবার এমনই নির্দেশ দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
আদালত অবমাননা করেছেন রাজ্য নির্বাচন কমিশনার, এই অভিযোগে রাজীব সিনহার বিরুদ্ধে হাই কোর্টে মামলা দায়ের করেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই মামলার শুনানিতে শুক্রবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ কমিশনারের বিরুদ্ধে রুল জারির নির্দেশ দেয়।
আদালতের পর্যবেক্ষণ, কোর্টের নির্দেশের অবমাননা করা হয়েছে। রাজ্য নির্বাচন কমিশনার অবমাননার কাজ করেছেন বলেই মনে করছে আদালত। অবমাননার আইন অনুযায়ী রুল জারি করার নির্দেশ রয়েছে। রুল জারি অর্থাৎ আদালতে আসতে হবে নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই ঘটনা কার্যত বেনজির। এর আগে এ রাজ্যে কোনও নির্বাচন কমিশনারের বিরুদ্ধে এ রকম রুল জারি করার নজির নেই। নির্বাচন কমিশনারের পদ একটি সাংবিধানিক পদ। আবার প্রধান বিচারপতি পদও একটি সাংবিধানিক পদ। নিঃসন্দেহে এই নির্দেশ অত্যন্ত তাৎপর্যপূর্ণ।