ব্যারাকপুর: শিল্পাঞ্চলের কল্যাণী এবং বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে টোটো চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট। যত্রতত্র টোটো চলাচলের কারণে দুর্ঘটনার ঝুঁকি বাড়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
কল্যাণী এক্সপ্রেসওয়ে ও বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে দুটি গুরুত্বপূর্ণ পথ। কল্যাণী এক্সপ্রেসওয়ে নিমতা, বিরাটি, ব্যারাকপুর, নৈহাটি হয়ে কল্যাণী পর্যন্ত সংযোগ স্থাপন করে। অপরদিকে, বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে বিরাটি ও দক্ষিণেশ্বরের দিকে যান চলাচলের জন্য ব্যবহৃত হয়।
সম্প্রতি কল্যাণী এক্সপ্রেসওয়েকে আরও চওড়া করার কাজ প্রায় শেষ হয়েছে। দ্রুতগতিতে যান চলাচলের সুবিধা থাকলেও, টোটোর অনিয়ন্ত্রিত চলাচলের কারণে দুর্ঘটনার সম্ভাবনা বেড়েছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে।
কমিশনারেট জানিয়েছে, দুই এক্সপ্রেসওয়েতে টোটো চলাচল করলে তা সঙ্গে সঙ্গে বাজেয়াপ্ত করা হবে এবং চালকের বিরুদ্ধে আইনত কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সতর্কতামূলক ব্যানারও লাগানো হয়েছে বিভিন্ন মোড়ে।
এই নিষেধাজ্ঞা ভাঙলে কড়া শাস্তির মুখে পড়তে হবে চালকদের। দুর্ঘটনা এড়াতে এবং যানবাহন চলাচল নিয়ন্ত্রণে রাখতে এই পদক্ষেপ নিয়েছে কমিশনারেট।