127
ডেস্ক: দেশে করোনার গ্রাফ উর্ধমুখী। মুখ থুবড়ে পড়েছে স্বাস্থ্য ব্যবস্থা। এই পরিস্থিতিতে দেশজুড়ে দেখা দিয়েছে অক্সিজেনের সঙ্কট। এই পরিস্থিতিতে করোনা মোকাবিলায় সাহায্যের হাত বাড়িয়ে দিলেন বলিউড অভিনেতা অক্ষয় কুমার ও তাঁর স্ত্রী ট্যুইঙ্কল খন্না।
নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ট্যুইঙ্কল জানান, তিনি ও অক্ষয় করোনা অতিমারীর বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করতে ১০০ অক্সিজেন কনসানট্রেটর দান করছেন।
আরও পড়ুন: আজ বিকেল চারটে থেকে কো-উইন ও আরোগ্য সেতু অ্যাপে ১৮ উর্ধ্বদের রেজিস্ট্রশন শুরু
তিনি লেখেন, গত কয়েক সপ্তাহে আমি অনেক কিছু উপলব্ধি করলাম। আমার নিজের পরিবারের সদস্য অসুস্থ। কিন্তু, আমি সেখানে বেশিক্ষণ থাকতে পারিনি। আমি আপনাদের সকলকে অনুনয় করছি, আপনারা সকলে নিজেদের সামর্থ অনুযায়ী সাহায্যে এগিয়ে আসুন।