কলকাতায় ফের টাকার পাহাড়! ৪৩ লক্ষ নগদ উদ্ধার করল লালবাজার

উদ্ধার বিপুল পরিমাণ টাকা। প্রতীকী ছবি

কলকাতা: ফের বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার কলকাতায়। স্ট্র্যান্ড রোড থেকে ৪৩ লক্ষ টাকা উদ্ধার করল লালবাজার। ঘটনায় তিন ব্যক্তিকে ইতিমধ্যে গ্রেফতার করেছেন তদন্তকারী আধিকারিকরা।

জানা গিয়েছে, ওই টাকা উদ্ধার করা হয়েছে লালবাজারের গুন্ডা দমন শাখার অভিযানে। সন্দেহজনক ভাবে স্ট্র্যান্ড রোডে তিন ব্যক্তিকে ঘুরে বেড়াতে দেখেন পুলিশ আধিকারিকরা। তাদের হাতে ব্যাগ ছিল। তাদেরকে আটক করে ব্যাগ পরীক্ষা করতেই বেরিয়ে আসে কাঁড়ি কাঁড়ি টাকা। গুনে দেখা যায় ৪৩ লক্ষ টাকা। ওই তিন ব্যক্তিকে প্রথমে নিয়ে যাওয়া হয় লালবাজারে।

সূত্রের খবর, সেই ব্যাগ থেকেই প্রচুর ৫০০ টাকা, ১০০ টাকা ও ২০০০ টাকার নোট উদ্ধার করেন গোয়েন্দারা। কোথা থেকে এই টাকা এল, তা জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। টাকার উৎস জিজ্ঞেস করা হলে ধৃতরা সদুত্তর দিতে পারেনি বলে খবর লালবাজার সূত্রে। বক্তব্যে একাধিক অসঙ্গতি মেলায় তাদের গ্রেফতার করে পুলিশ।

লালবাজার সূত্রে খবর, ধৃতদের নাম বিমল ওঝা, আমনকুমার তিওয়ারি এবং বিমলকুমার দুবানি।

Related posts

পুজোয় নিম্নচাপের ভ্রুকুটি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দু’দিন বৃষ্টির পূর্বাভাস

ফাইনালের আগে সুপার ওভার থ্রিলারে শ্রীলঙ্কার বিরুদ্ধে রিয়েলিটি চেক পেল ভারত, চিন্তা বোলিং নিয়ে

পুজোর ভিড় সামলাতে শিয়ালদহে বিশেষ ব্যবস্থা, চালু হচ্ছে ৩১টি স্পেশাল ট্রেন