প্রথম পাতা খবর দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ শিসোদিয়ার বাড়িতে সিবিআই, স্বাগত জানিয়ে টুইট

দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ শিসোদিয়ার বাড়িতে সিবিআই, স্বাগত জানিয়ে টুইট

394 views
A+A-
Reset

দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার বাড়িতে সিবিআই হানা। তল্লাশি চালানো হচ্ছে। বিশেষ কিছু নথিপত্র চাওয়া হচ্ছে। এদিকে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়া সিবিআই দলকে স্বাগত জানিয়েছেন।

দিল্লির উপ-মুখ্যমন্ত্রী মনীশ শিসোদিয়ার বাসভবন সহ দিল্লি এবং এর আশেপাশের এলাকায় ২০ টিরও বেশি জায়গায় শুক্রবার সকালে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (সিবিআই) তল্লাশি শুরু করেছে। দিল্লির আবগারি নীতিতে অনিয়মের অভিযোগে এই অভিযান চালানো হচ্ছে বলে জানা গিয়েছে। মণীশ সিসোদিয়া ট্যুইট করেছেন, ‘সিবিআই এখানে আমার বাসভবনে রয়েছে। আমি তদন্ত সংস্থাকে সহযোগিতা করব, তারা আমার বিরুদ্ধে কিছু খুঁজে পাবে না’। অভিযানের খবর প্রকাশের পরেই এই ট্যুইট করেছেন তিনি।

কেজরিওয়াল লিখেছেন, সারাদেশে যেখানেই যিনি ভালো কাজ করার চেষ্টা করেছেন, সেখানে কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগিয়ে বদনাম করার চেষ্টা চলছে। তবে আদালতে সত্য প্রমাণিত হবে।

আরও পড়ুন :

পাইলট কার ব্যবহারে ‘না’, মন্ত্রীদের নির্দেশ মমতার

২৬/১১ এর মতো ভারতে ফের নাশকতার ছক! মহারাষ্ট্র উপকূল থেকে বাজেয়াপ্ত অস্ত্র বোঝাই দুটি নৌকো

আয়ের সঙ্গে সঙ্গতিবিহীন সম্পত্তি! শিশির, শুভেন্দু, দিলীপ-সহ ১৭ নেতার বিরুদ্ধে হাই কোর্টে মামলা

কলকাতায় ৩০টি জায়গায় আয়কর হানা! শহর জুড়ে তল্লাশি

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.