বিজেপি কর্মী অভিজিৎ সরকারকে খুনের ঘটনায় তৃণমূল বিধায়ক পরেশ পালকে ডেকে পাঠালো সিবিআই

তৃণমূল বিধায়ক পরেশ পালকে ডেকে পাঠালো সিবিআই৷ বুধবার সিবিআই দফতরে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বেলেঘাটার তৃণমূল বিধায়ককে। গত শনিবার পরেশ পালকে সিবিআই জিজ্ঞাসাবাদের দাবি তুলেছিলেন অভিজিতের দাদা বিশ্বজিত্‍। সিজিও কমপ্লেক্সের সামনে ধর্নাতেও বসেছিলেন বিশ্বজিত্‍ সরকার।

ভোট পরবর্তী হিংসার বিভিন্ন ঘটনার সঙ্গে বেলেঘাটার বিজেপি কর্মী অভিজিৎ সরকারকে পিটিয়ে হত্যার অভিযোগেরও তদন্ত শুরু করেছে সিবিআই৷ নিহতের দাদা বিশ্বজিৎ সরকার বার বারই এই ঘটনায় পরেশ পাল জড়িত বলে অভিযোগ করেছেন৷ এই অভিযোগ তুলে কয়েকদিন আগে তিনি সিবিআই দফতরের বাইরে ধর্নাতেও বসেছিলেন৷

সিবিআই সূত্রে খবর, এই ঘটনায় এবার তলব করা হল তৃণমূল বিধায়ককে। তদন্ত করতে গিয়ে একাধিকবার পরেশ পালের নাম উঠে এসেছে বলে সিবিআই সূত্রে খবর। সূত্রের খবর, অভিযোগ উঠেছে বিধানসভা ভোটের প্রচারে গিয়ে বক্তৃতার সময় হামলা চালানো, খুনের হুমকি দিয়েছিলেন তৃণমূল বিধায়ক।বুধবার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠানো হয়েছে পরেশ পালকে৷ অভিজিৎ সরকারকে যারা পিটিয়ে খুন করেছে বলে অভিযোগ, তাদের সঙ্গে পরেশ পালের কোনও যোগাযোগ আছে কি না তা খতিয়ে দেখতে চায় সিবিআই৷

Related posts

চতুর্থ দফায় বিকাল ৫টা পর্যন্ত রাজ্যের ৮ কেন্দ্রে গড় ভোট ৭৫.৬৬ শতাংশ

ভোটের ডিউটিতে এসে হৃদরোগে আক্রান্ত, বীরভূমে মৃত জওয়ান

সিবিএসই দ্বাদশ শ্রেণির ফলাফল প্রকাশিত, ছেলেদের তুলনায় অনেকটাই এগিয়ে মেয়েরা